Search This Blog

Tuesday, 9 January 2018

সুন্দরবনের পাঁচালী sundarban tour

সুন্দরবনের পাঁচালী
প্রথমেতে বন্দি যত দেবদেবীগণ,
তারপরে বন্দি আমি শ্রীগুরু চরণ।
আহা শ্রী গুরু চরণ। (২)
সুন্দরবনের কথা মোরা করিগো বর্নন,
উপস্থিত গুণীজন শুন দিয়া মন।
আহা শুন দিয়া মন। (২)
নদী আর খাঁড়ি দিয়ে ঘেরা সুন্দরবন,
শত খানেক দ্বীপ আছে, আছে বাদাবন।
আহা আছে বাদাবন। (২) সব দ্বীপে লোক থাকেনা, শুধুই আছে জঙ্গল,
গোলপাতা,হেতাল,গর্জন, সুন্দরী গাছের দল।
আহা সুন্দরী গাছের দল। (২)
রয়্যাল বেঙ্গল টাইগার যার দক্ষিণ রায় নাম,
সারা বিশ্বের লোক জানে, এই বনে তার ধাম।
আহা এই বনে তার ধাম। (২)
জলে আছে মস্ত কুমির, ওত পেতে থাকে,
প্রাণটা তার যাবে চলে, যদি ধরে তাকে।
আহা যদি ধরে তাকে। (২)
বাজি রেখে জীবনটাকে, মোদের পথ চলা,
আপনাদেরই শ্রীচরনে, সেই কথা বলা।
আহা সেই কথা বলা। (২)
নদী মোদের মাতাপিতা, জঙ্গল মোদের ধন,
চাষ করি, মাছ ধরি, এইতো জীবন।
আহা এইতো জীবন। (২)
মউলিরা যায় জঙ্গলেতে, আনতে মোম আর মধু,
অপেক্ষাতে দিন গোনে, সেই ঘরের বধূ।
আহা সেই ঘরের বধূ। (২) মধু আনতে গিয়ে যদি, কপাল খারাপ হয়,
বাঘের পেটে যাবে তুমি, যেন নিশ্চয়।
আহা যেন নিশ্চয়। (২)
কুমির তোমায় ধরতে পারে, মাছ ধরতে গেলে,
সেসব কথা ভাবে নাকো, পেশায় তারা জেলে।
আহা পেশায় তারা জেলে। (২)
জলে কুমির ডাঙায় বাঘ, আরো নানান প্রানী,
বাস করে এই বনেতে, হিসেব কি আর জানি।
আহা হিসেব কি আর জানি। (২)
এদের সাথে ঘর করি ভাই, নেইকো মোদের ভয়,
বনবিবির পূজা করি, তাতেই হবে জয়।
আহা তাতেই হবে জয়। (২) জলপথে যাতায়াত, জলযানই ভরসা,
ঝড় বৃষ্টি ব্জ্রপাত, শীত গ্রীষ্ম বর্ষা।
আহা শীত গ্রীষ্ম বর্ষা। (২)
হ্যামিলটন আর বেকন সাহেবের মহিমা অপার,
করেছেন কত যে কাজ, বলব কি ভাই আর।
আহা বলব কি ভাই আর। (২)
এইসব কিছু নিয়ে আনন্দেতে থাকি,
অভাব অভিযোগ আছে, সেটা মনের ভিতর রাখি।
আহা মনের ভিতর রাখি। (২)
সুন্দরবনের কথা হল, এইখানেতে শেষ,
ধ্বনি তোল সবাই মিলে, বল বেশ বেশ। (২)
আহা বেশ বেশ বেশ। (২)
আরো কিছু জানার থাকলে, একবারটি বল,
নাহলে ভাই সবাই মিলে, সুন্দরবন চল।
আহা সুন্দরবন চল। (২)
সমীরণ বনিক ভনে, কলকাতাতে ধাম।
সাঙ্গ হল পালা মোদের, চরণে প্রণাম।
আহা চরণে প্রণাম।
ওগো চরণে প্রণাম।।











#countrygirl #village #green #scenery #tour #travellife #tours #tourindia #traveltheworld #travel #travelblogger #traveler
#butterfly #tiger #sundarban #weekendtourfmkolkata

1 comment:

  1. I really appreciate your method to explaining, I hope to see more posts from your blog. thank you!
    Sundarban Tour

    ReplyDelete