Search This Blog

Saturday 6 January 2018

ঘুরে এলাম অম্বিকা কালনা।

ঘুরে এলাম অম্বিকা কালনা।
সকাল ৮ টার হাওড়া কাটোয়া লোকাল ধরে সোজা অম্বিকা কালনা স্টেশান। টোটো নিয়ে রওনা দিলাম ১০৮ শিব মন্দিরের দিকে।

১৮০৯ সনের মহারাজ তেজ চন্দ্র বাহাদুর নির্মিত ১০৮ শিব মন্দির .বাইরে ভিতরে দুটি ধাপে ৭৪ টি এবং ভিতরে ৩৪ টি মোট ১০৮টি শিব মন্দির যা এক অসাধারণ স্থাপত্ত্য .
শিব লিঙ্গ গুলি একটা সাদা একটা কালো এবং ভিন্ন দিকে মুখ করা এটা ও লখ্যনীয
স্থাপত্য গুলি সুন্দর ভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে .
১০৮ শিব মন্দিরের উল্টোদিকেই রয়েছে কালনা রাজবাড়ি . রয়েছে ঊনবিংশতি শতকের প্রতাপেশ্বর মন্দির ও রাসমণ্ডপ। রয়েছে পঞ্চরত্ন মন্দির।



১৭৩৯ সালের প্রাচীনতম লালজি মন্দির টি অপূর্ব পোড়ামাটির কারুকাজ শোভিত।
১৭৫১-৫৫ সালে গঠিত krishna chandraji মন্দির ও বিজয় বৈদ্যনাথ আটচালা মন্দির।
এর পর গেলাম নিত্যানন্দ প্রভুর সাথে বসুধা জাহ্নবার বিবাহ স্থান, মহাপ্রভুর বিশ্রামস্থল অমলীতলা, নিতাই গৌর এর বাসগৃহ এগুলি দর্শন করতে .
এরপর দেখলাম সাধক ভবা পাগলা র ভবানী মন্দির।



কালনা গঙ্গা র ঘাট এবং পাতাল গঙ্গা দেখলাম .. .
এরপর দেখলাম ১৭৬৬ সালে নির্মিত গোপালজি মন্দির। কালনা সিদ্ধেশ্বরী কালি মন্দির এবং সবশেষে বসুদেব মন্দির দেখে অম্বিকা কালনা সফর শেষ করলাম .


ভাল লাগল এই ছোট্ট ভ্রমন। কাটোয়া হাওড়া লোকাল ধরলাম বাড়ির ফেরার জন্য।

No comments:

Post a Comment