Search This Blog

Monday, 8 January 2018

কাঁকরাঝোড়, আমলাশোল, বেলপাহাড়ী, ঘাগড়া, শিলদা, চিলকীগড়

ঘুরে এলাম কাঁকরাঝোড়, আমলাশোল, বেলপাহাড়ী, ঘাগড়া, শিলদা, চিলকীগড়....২ দিনের ভ্রমণে বাইকে করে।
written by -- Jayanta Paul 





এখনো যেন ঘোর কাটেনি....কাঁকরাঝোড়ের ভৈরব মন্দিরে গিয়ে মনে হলো যেন কোনো আদিম জগতে এসে পড়েছি....বাচ্চাগুলোর একটারও পায়ে জুতো নেই.... সামান্য তেল গায়ে মাখার জন্য, সেটাও মনে হলো ওদের কাছে বিলাসিতা....মেয়ে বউরা কাঠ সংগ্রহ করে খালি পায়ে পাথুরে পথ ধরে দূর গাঁয়ের বাসায় ফিরে যাচ্ছে....ঘাড় উঁচু করে শাল গাছের মাথা দেখার বৃথা চেষ্টায় আশপাশের ছবি তুলে বিকেল বিকেল ফেরার পথ ধরা.... গোটা রাস্তায় কোথাও চায়ের দোকানের দেখা না মেলা....হাটের ধারে মহুয়া নিয়ে বসে থাকা মেয়েরা...এই নিয়েই চারপাশের পাহাড়ে ঘেরা কাঁকরাঝোড়.....।








বেরিয়ে ছিলাম বাগনান থেকে সকাল ৫টায় বেলপাহাড়ী, ঝাড়গ্রাম দেখে পরেরদিন ফিরে আসার পরিকল্পনা নিয়ে। কিন্তু মেদিনীপুর থেকে চাঁদড়ায় গিয়ে পাগলুর পাল্লায় পরে প্ল্যান গেল পাল্টে....কাঁকরাঝোড় যেতেই হবে.....ওখান থেকে ধেড়ুয়া পেরিয়ে সোজা শিলদার রাস্তা ধরলাম....মাঝে হঠাৎ দেখা দূরের বেলপাহাড়ীর পাহাড়....অগত্যা দাঁড়ানো এবং ছবি তোলা....অপূর্ব সে দৃশ্য, নয়নাভিরাম....বাইক চালু করে এবার শিলদা পেরিয়ে বেলপাহাড়ী পৌঁছনো....












আবার এগোনো ঘাগড়ার পথে....পাহাড়ী নদীর জলে স্নান, অনেক ছবি তোলা এবং হাল্কা খাবার খেয়ে বেরিয়ে পড়লাম সবাই মিলে ৩টে বাইকে আদিম কাঁকরাঝোড়ের উদ্দেশ্যে....যেতে যেতে শুধুই মুগ্ধতা....দেখলাম আমলাশোল....বয়স্ক মানুষের মাইলের পর মাইল হেঁটে যাওয়া.... পথি মধ্যে খবর পেলাম শিলদার লজে রাতের থাকার ব্যবস্থা হয়েছে....শাল বনের ধারে চা, চপের দোকানে খিদে মেটানো....রাত টুকু শিলদায় কাটিয়ে সকালেই বেরিয়ে ওখানের প্রাচীন ভৈরব মন্দির দর্শন করে সোজা চিলকিগড়....রাজবাড়ী এবং কনকদুর্গা মন্দির দেখে ঝাড়গ্রামের পথে শুধু রাজবাড়ির গেট দেখে লোধাশূলী হয়ে খড়্গপুরে এসে স্নান, দুপুরের খাবার খেয়ে বাড়ির পথে এবারের ট্যুরের সমাপ্তি।
















 পথনির্দেশ  ~~~


হাওড়া থেকে ট্রেনে প্ৰথমে যান ঝাড়গ্রাম। ওখানে অনেক থাকার জায়গা পাবেন। পৌঁছে ১ম দিনেই দেখে নিন ঝাড়গ্রাম রাজবাড়ী, ঝাড়গ্রাম জু, কনক দুর্গা মন্দির, চিলকিগড় রাজবাড়ী, ইত্যাদি। ২য় দিন ভোরে আগে থেকে ঠিক করে রাখা গাড়িতে বেরিয়ে পড়ুন কাঁকরাঝোড়ের উদ্দেশ্যে, দেখুন কাঁকরাঝোড়, আমলাশোল প্রায় একই জায়গায়, তবে বেশি ভেতরে যাবার দরকার নেই, তার পরে চলে আসুন বেলপাহাড়ী, দেখুন ঘাগড়া, ঘাগড়ার উল্টো দিকে খান্দারানী ড্যাম | ওখান থেকে চলে আসুন শিলদা, রাত্রে থাকুন বা গাড়ি নিয়ে সোজা ঝাড়গ্রাম। সুবিধা মতো ট্রেন বা বাস ধরে হাওড়া ফিরুন।
~~ শিলদা লজ ~~ Jamini Japon, Silda....ph no. 03221 252142....শিলদায় একদম মোড় মাথাতেই লজটা, গেলে অবশ্যই পরিচয়পত্র বা ভোটার কার্ড নিয়ে যাবেন।
~~~ ঝাড়গ্রাম রেল স্টেশনের লজ ভাড়া পাওয়া যায় । ওখানে গাড়ী ভাড়া করে ঐ সমস্ত জায়গায় ঘোরা যায় । নবমীর দিনে মোষ বলি হয় । এখানে দুৃ্ৃৃর্গার মুৃর্তির নাম কনক দুর্গা । পাশে একটা খরোস্রোতা নদী আছে নাম ডুলুং নদী । খুব সুন্দর একটি পরিবেশ । 
#bhramankahini #tour #ভ্রমনকাহিনী  #tourindia #কাঁকরাঝোড়, #jhargram

No comments:

Post a Comment