Search This Blog

Sunday, 25 February 2018

পুরী ভ্রমণ সূচী Puri Tour Guide

পুরী ভ্রমণ সূচী  Puri Tour Guide
========== ===========









অনেকেই বছরে কয়েক বার পুরী যান। তবুও আজ এই সূচীটা দিলাম। দেখুন তো কাজে লাগে কিনা আপনাদের।
দিন ১- এদিন পুরী পউছাচ্ছেন সকালে। একটু বিশ্রাম করে বাজারে ঘোরাঘুরি করে সমুদ্র স্নান করে নিন। দুপুরে খাওয়াদাওয়ার পর বেলা ৩টের সময় কন্ট্রাক্টে অটো নিয়ে ঘুরে নিন জগন্নাথ দেবের মাসী বাড়ি, শঙ্করাচার্জের মঠ (গোবর্ধন মঠ), কুলদানন্দ ব্রমহচারির আশ্রম , বিজয়কৃষ্ণ ব্রমহচারির সমাধি আশ্রম , চন্দন সরোবর (জগন্নাথ দেবের পিসি বাড়ি) ও সোনার গৌরাঙ্গ।
সন্ধ্যায় ফিরে পায়ে হেঁটে ইস্কনের মন্দির ( কাকাতুয়া খাজার দোকানের কাছে) , হরিদাস এর সমাধি আশ্রম( ইস্কনের মন্দির এর বিপরীতে) এবং ভারত সেবাস্রম সঙ্ঘ ও তার মিউজিয়াম। এই সব যায়গায় সন্ধ্যারতি খুব ভালো লাগবে।
দিন ২- সকালে স্নান করে জগন্নাথ দেবের মন্দিরে যান, পুজো দিন, ঘুরে দেখুন মন্দির চত্বর। দুপুরে ফিরে বিশ্রাম। বিকালে রিক্সা/আটো নিয়ে ঘুরে আসুন গম্ভীরা বা শ্রী রাধাকান্ত মঠ (শ্রী চৈতন্য দেব এখানে থাকতেন) এবং সিদ্ধ বকুল । সন্ধ্যাটা সমুদ্রের ধারে কাটিয়ে দিন।
দিন ৩- সকালে কন্ডাক্টেড ট্যুরে চলে যান কোনারক, উদয় গিরি, খন্ড গিরি, ধবল গিরি। লিঙ্গরাজ টেম্পেল ও নন্দন কানন। ফিরতে সন্ধ্যা হয়ে যাবে।
দিন ৪- সকালে অটো নিয় ঘুরে আসুন গৌরবিহার আশ্রম (মাতাজির আশ্রম)। ফিরে সমুদ্র স্নান। বেলে ৩টের সময় বেড়িয়ে ঘুরে আসুন তোতাপুরি আশ্রম (রামকৃষ্ণ দেব এব এর সাথে তপস্যা করতেন) এবং ভার্গবি নদীর মোহোনা।
দিন ৫- সকালে অটো নিয়ে বেড়িয়ে দেখুন লোকনাথ । ফিরে এসে সমুদ্র স্নান করে নিন। বিকালে কেনাকাটা। রাত্রে ফেরার ট্রেন।
* চিল্কা গেলে আরও একদিন বাড়াতে হবে।
--------------------------------
• শুধু পুরী তে দর্শনীয় স্থান গুলি হল-
১। সমুদ্র
২। পুরীর জগন্নাথ মন্দির
৩। জগন্নাথ দেবের মাসী বাড়ি
৪। ইস্কনের মন্দির ( কাকাতুয়া খাজার দোকানের কাছে)
৫। হরিদাস এর সমাধি আশ্রম( ইস্কনের মন্দির এর বিপরীতে)
৬। ভারত সেবাস্রম সঙ্ঘ ও তার মিউজিয়াম
৭। শঙ্করাচার্জের মঠ (গোবর্ধন মঠ)
৮। গম্ভীরা বা শ্রী রাধাকান্ত মঠ (শ্রী চৈতন্য দেব এখানে থাকতেন)
৯। সিদ্ধ বকুল
১০। গৌরবিহার আশ্রম (মাতাজির আশ্রম)
১১। কুলদানন্দ ব্রমহচারির আশ্রম
১২। বিজয়কৃষ্ণ ব্রমহচারির সমাধি আশ্রম
১৩। চন্দন সরোবর (জগন্নাথ দেবের পিসি বাড়ি)
১৪। লোকনাথ
১৫। ভার্গবি নদীর মোহোনা
১৬। সোনার গৌরাঙ্গ
১৭। তোতাপুরি আশ্রম
এ ছাড়াও পুরীর জগন্নাথ মন্দির এর চত্বরে অনেক কিছু দেখার আছে।

Thursday, 8 February 2018

Jhargram o belpahari ঝাড়গ্রাম ও বেলপাহাড়ি

ঘুরে এলাম ঝাড়গ্রাম আর বেলপাহাড়ী ফেব্রুয়ারি তে








, ঝাড়গ্রাম স্টেশনে  নেমে ৭ মিনিটের হাঁটা পথ। ডুলুং গেস্ট হাউস। গাড়ির সন্ধান ছিল আগেই।  প্রথম দিন রেস্ট। ঘরোয়া  সুন্দর রান্না (ডাল, চিকেন-এক কথায় অসাধারণ)মন কেড়ে নিল।  পরদিন সোজা বেলপাহাড়ী। পরপর দেখলাম- ঘাগরা  প্রপাত , তারাফেনী বাঁধ ,গুরাসিনি পাহাড় , খান্দারানী লেক। ঘাগরা প্রপাতের রুক্ষ অথচ নয়নাভিরাম রূপ মন কেড়ে নেয় অচিরেই। বিশাল এক মৌচাক আর গুঞ্জন রত মৌমাছির দল যেন পাহারা দিয়ে রেখেছে তারাফেনী বাঁধ। গুরাসিনি পাহাড়ের  নীচে পৌঁছে গাড়ী থামল। পাহাড়ের মাথায় মন্দির। শুরু হল পাহাড় চড়া। প্রাকৃতিক সৌন্দর্য নৈসর্গিক।   বিশাল সব মহীরুহ ঘিরে রয়েছে গোটা পটভূমি  জুরে। খান্দারানী লেকে পৌঁছে হঠাৎ চোখ  পড়ে লেকের মাঝে কতগুলো কালো বিন্দুর দিকে। ভাল করে লক্ষ্য করে দেখলাম ওগুলো আর কিছু নয় জলচর পরিযায়ী পাখীর দল। আলাপ হল নদীর পাড়ে এক আদিবাসী পরিবারের সাথে। বাবা, মা আর ছোট্ট এক ছেলে। ওপর থেকে দেখছিলাম তার দুষ্টুমি, কাছে যেতেই ছেলে একেবারে চুপ। আর শিলদার কাছে আদিবাসীদের উপাস্য দেবতা বাবা ভৈরবের শতাব্দী প্রাচীন ওপেন এয়ার মন্দির । কথিত আছে ঘাটশিলাস্থিত রংকিনী দেবী হলেন এনার ভার্যা। বিশাল ধুধু প্রান্তরে খোলা ইটের  বেদীতে অবস্থান করছেন বাবা ভৈরব। এই নির্জন প্রান্তর লোকে লোকারণ্য হয়ে ওঠে বিজয়া দশমীতে বসা মেলায়। দূর দূর থেকে বহু লোক আসে সেই গ্রামীণ মেলায়।  বাবা ভৈরবের কাছে বলি দেওয়া হয় পায়রা থেকে পাঁঠা সবই।   শুনলাম তিন-চার দশক আগে এই মেলাতে ভেড়ার  লড়াইও জনপ্রিয় ছিল।  পরদিন গেলাম চিল্কিগড়ে কনকদুর্গা মন্দির। টিকিট কাউন্টার থেকে মন্দির পর্যন্ত লাল মাটির নয়নাভিরাম আরন্যক পথে হেঁটে  চলা মন্দির দর্শনের উপরি পাওনা। পাশ দিয়ে বয়ে চলেছে ছোট্ট নদী ডুলুং। প্রায়  ৫০০ মিটার হেঁটে  হঠাৎ  বাঁক  নিতেই দৃশ্যমান হয় মন্দিরটি। পুরোনোটি, যেটি বহু বছরের  পুরোনো, যার স্বর্ণ দূর্গা থেকে কনকদূর্গা নাম সেটিও খুব সুন্দর। মন্দিরের সামনের প্রাঙ্গনে হনুমানদলের লাফালাফি চলছে পূর্ণোদ্যমে। পাশের বর্ষার ভরাযৌবনা ডুলুংএর শীতে তখন কৈশোর চলছে। নদীর সাথে সময় কাটালাম বেশ কিছুক্ষণ।  এরপর গেলাম নদীর ওপারে চিল্কিগড় রাজবাড়ীতে। যেটিকে ছুঁয়ে ইতিহাস অনুভব করা যায় (যার তুলনায় ঝাড়গ্রাম রাজবাড়ী অনেকাংশেই কৃত্রিম  মনে হয়েছে)। বিশাল এক প্রান্তরে সুপ্রাচীন এক বটগাছ এবং এক শিব মন্দির ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। পাশেই রাধামাধব মন্দিরে পুজো হয় আজও। এরপর ঝাড়গ্রাম মিনি জু। প্রায় হাজারের  ওপরে  হরিণ আছে যেখানে । ময়ুর, এমু ,কুমির, নীলগাই, সাপ, ছোট বাঁদর , মেছো বিড়াল , হাতি কিছুই  বাদ নেই। কপালজোরে পেখম মেলা ময়ূরের দর্শনও হয়ে গেল।  দুদিনের  সফর শেষ হয়। প্রসঙ্গত তথ্য সরবরাহ  ও বিশেষ সহায়তা - শ্রী রবীন্দ্রনাথ কিস্কু (আমাদের অফিসের  রবিদা, ওনার বাড়ি ঝাড়গ্রাম)
গাড়ীর যোগাযোগ - গনেশ দাস —৮৯৭২৩৭৭২৮০/৯৭৪৯৪১৩৬১৬
ডুলুং গেস্ট হাউস— ৯৯৩৩৫৭৭৩৯১

Tuesday, 6 February 2018

লেপচাজগৎ ও দার্জিলিং ভ্রমন Lepchajagat o Darjeeling Tour

পুরো গল্প একসাথে। প্রথম থেকে শেষ পর্যন্ত।

#লেপের_তলায়_লেপচাজগৎ

#পর্ব_1

বিয়ের আগেই সুদীপ কে বলে দিয়েছিলাম আমার শাড়ি গয়না মেকআপ পার্লার এসব গিফ্ট লাগবে না। একটাই শর্ত - নিয়ম করে বছরে দুবার বেড়াতে নিয়ে যেতেই হবে। একবার অ্যানিভার্সারি তে - এটা মাস্ট। আর একবার যখন ইচ্ছা। তবে অ্যানিভার্সারির সময় টা কোন অজুহাতে ক্যান্সেল করা যাবে না। তা এই শর্ত টি সুদীপ শিরোধার্য করেই বিয়ে টা করে ফেলেছিল। তা সেই শর্ত এখনো পর্যন্ত পালন করে চলেছে। তা এবছর জানুয়ারিতে আমাদের তৃতীয় বর্ষের অ্যানিভার্সারির শর্ত পালন করতে বেশ কয়েক মাস আগে থেকেই আমি তাড়া দিচ্ছিলাম আমার বহু দিনের ইচ্ছা লেপচাজগৎ এর ট্যুর প্ল্যান করার। গুতো দিয়ে দিয়ে নভেম্বরে দার্জিলিং মেলের পঁচিশে জানুয়ারির টিকিট টাও বুক করালাম। ক্যালেন্ডারে পর পর বেশ কয়েকটি ছুটি। প্ল্যান হলো পঁচিশে জানুয়ারি রাতে দার্জিলিং মেল ধরব। ছাব্বিশ ও সাতাশ লেপচাজগৎ থাকবো। আঠাশে দার্জিলিং থাকা। উনত্রিশে রাতে এনজেপি থেকে আবার দার্জিলিং মেল ধরে কলকাতা। দার্জিলিং আগে দুবার গেলেও কেভেনটার্স এ খাওয়ার লোভে  রাজি হয়ে গেলাম।

এবার নেট ঘাটতে লাগলাম লেপচাজগৎ এ থাকার জন্য কোন হোম স্টে বুক করা যায়। অনেক ঘেটে ঘুঁটে চার টে হোম স্টে প্রাইমারিলি সিলেক্ট করলাম।  wbfdc, salakha homestay, pakhrin homestay, kanchankannya homestay. । wbfdc এর লোকেশন টা আমার বড় পছন্দ হল। কিন্তু পরিচিত কিছু জনের কাছে শুনলাম মেনটেনেন্স নাকি একদম ভালো না। গিজার খারাপ। সুতরাং সুদীপ ওটা বাদে দিয়েই দিল। বাকি গুলো একটা আমার পছন্দ হয় তো আর একটা ওর পছন্দ হয়। শেষমেশ সুদীপ ই kanchankannya homestay বুক করে ফেললো। খাওয়া ও থাকা প্রতি জনের প্রতি দিন নশো টাকা। খাওয়ার মধ্যে থাকছে ব্রেকফাস্ট(ব্রেড বাটার/পুরি সব্জি), লাঞ্চ(ভাত, ডাল, আলু-ভাজা, সব্জি, চিকেন/ডিম), ইভনিং স্ন্যাক্স(আলু পকোড়া / পেঁয়াজী), ডিনার (ভাত/রুটি,ডাল,আলু-ভাজা, ডিম/চিকেন)। দুপুরে যদি চিকেন নেওয়া হয় তাহলে রাতে ডিম। আবার রাতে চিকেন নিলে দুপুরে ডিম। হোম স্টের ওনার প্রসাং জী কে ফোন করে কিছু অ্যাডভান্স ওনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হলো। যাক এবার নিশ্চিন্ত। দার্জিলিং এর রিসর্ট টা সুদীপ ই পছন্দ করে Go ibibo থেকে বুক করেছিল। Central nirvana resort ।

এই পর্যন্ত প্ল্যান ঠিকই ছিল। ডিসেম্বরের শেষ নাগাদ একদিন হঠাৎ সুদীপ অফিস থেকে ফোন করে বলল ওর অফিসের দুজন কলিগ ও ওই পঁচিশে জানুয়ারি এনজেপির টিকিট কেটে রেখেছে। সুদীপের কাছে লেপচাজগৎ এর কথা শুনে ওরাও আমাদের সঙ্গী হতে চায়। ওরাও আমাদের মত হাসব্যান্ড ওয়াইফ যাবে। সুদীপ এর অফিস কলিগ সৌমেন দা আর দিবাকর দুজন কে আর তাদের ওয়াইফ ঐন্দ্রিলা দি ও মালিনী এদের ও আমি চিনি। সুতরাং সবাই মিলে ব্যাপার টা বেশ জমবে। আমাদের দুজনের ট্যুর না প্ল্যান এখন ছয় জনের প্ল্যান হয়ে গেছে। মুশকিল টা হলো আমার আর সুদীপ এর যাওয়া আসার টিকিট কনফার্ম। কিন্তু সৌমেন দাদের RAC। আর দিবাকরদের যাওয়ার টিকিট waiting list ।ফেরার টিকিট অবশ্য কনফার্ম। যাইহোক একটা সামান্য ট্রেন টিকিট আমাদের প্ল্যান বানচাল করতে পারবে না। তড়িঘড়ি ওদের ও kanchankannya homestay ও central nirvana তে ঘর বুক করা হলো।

#লেপের_তলায়_লেপচাজগৎ

#পর্ব_2

জানুয়ারি তে কলকাতাতেই যা ঠান্ডা পড়ল লেপচাজগৎ এ যে কি ঠান্ডা হবে সেই চিন্তা করে রোজ গুগলে লেপচাজগৎ এর টেম্পারেচার চেক করি। টেম্পারেচার দেখেই কলকাতায় বসে আমার হাঁড়ে ঠকাঠকি লেগে যায়। বাপ রে - রাতে নাকি মাইনাস তিন আর দিনে ম্যাক্সিমাম- চার। ওই দেখে অনলাইন এ একটু মোটা সোটা জ্যাকেট উলিকট ইনফার্নো অর্ডার করে দিলাম। সুদীপ বলে এসব নাকি লাগবে না। আমি ফালতু ফালতু এসব কিনছি। এই নিয়ে একদিন ধুন্ধুমার ঝগড়া ও হয়ে গেল। পরে অবশ্য টের পেয়েছিল কে ঠিক আর কে ভুল। দেখতে দেখতে যাওয়ার দিন চলে এল। আগের দিন রাতে ঝটপট প্যাকিং সেরে নিলাম। টেম্পারেচারের কথা মাথায় রেখে একটা ছোট ফ্লাস্ক, ছোট্ট ইলেকট্রিক ইমারশন, ইলেকট্রিক কেটল নিতে ভুললাম না। স্লীপার ক্লাসে টিকিট কাটা হয়েছে বলে দুটো পাতলা কম্বল ও ট্রলি তে ঠেসে দিলাম। সুদীপ তো এসব দেখে গজ গজ করতেই লাগল। কিন্তু ওসব কথা কানে নিতে নেই। ব্যস আপাতত প্যাকিং কমপ্লিট। পরের দিন রাত দশটায় আমাদের ট্রেন শিয়ালদহ থেকে। কিন্তু দিবাকর বা সৌমেন দা কারোর টিকিট ই কনফার্ম হয় নি। সৌমেন দাদের তাও RAC.। কিন্তু দিবাকরদের তো RAC ও হয় নি। waiting list এই আছে। দিবাকর আর মালিনী তো বলছিল যাওয়া ক্যান্সেল করবে। আমরাই জোরজার করে বললাম কোন অসুবিধা হবে না। আমাদের তো কনফার্ম টিকিট আছে। ওটাতেই একটা রাত শেয়ার করে কাটিয়ে দেব। তাও ওরা আমাদের অসুবিধার কথা ভেবে দোনা মোনা করতে থাকে। আমি এবার রেগে গিয়ে  বললাম এত ফর্মালিটি করলে আর তোমাদের গিয়ে কাজ নেই। কলকাতা তেই বসে থাকো। শেষ পর্যন্ত ওরা রাজি হয়েই গেল। ঠিক হলো পরদিন শিয়ালদহ তে গিয়ে সবাই মিট করবো। সাড়ে ন’টা নাগাদ সবাই শিয়ালদহ তে চলে আসব।

পঁচিশে জানুয়ারি সকালে খবরের কাগজে দেখি পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গে তাপমাত্রা আরও কমেছে আর কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেড়েছে। পড়েই গুগল এ লেপচাজগৎ এর টেম্পারেচার   চেক করে তো চক্ষুচড়কগাছ। দিনের বেলা টেম্পারেচার দেখাচ্ছে মাইনাস দুই। বুঝলাম সব মিলিয়ে জমেই যাবে। আর ও একটু টুকটাক গোছানো সেরে নিয়ে ডিনার এর জন্য নতুন ছোট আলু আর কড়াইসুঁটির দম আর পরোটা বানিয়ে নিলাম। যাওয়ার সময় ও প্রায় চলে এল। হঠাৎ দেখি সুদীপ কোথা থেকে এক মস্ত প্যাকেট নিয়ে হাজির। সটান আমার হাতে ধরিয়েই আবার উধাও। মাঝে মাঝে এমন সব উদ্ভট কাজ করে যে বিরক্তি লেগে যায়। একে তো বেরোনোর মোটে আর এক ঘণ্টা বাকি এর মধ্যে কোথায় গেল কে জানে। যাক গে আমার অত ভাবার সময় নেই। প্যাকেটে কি আছে কে জানে। তাড়াতাড়ি খুলে দেখি খুব সুন্দর adidas এর একজোড়া লেডিস স্নিকার্স। আহা এরকম গিফট ভালোই লাগে। পরেও দেখলাম সাইজ টাও একদম পারফেক্ট। মন টা বেশ উৎফুল্ল হয়ে গেল। খানিক পরেই অবশ্য সুদীপ চলে এল। আমি আবার তখন ওই জুতো পরে ঘরের মধ্যে অনেক রকম হরকত করে চলেছি। দেখেই বুঝেছে আমার জুতো টা বেশ পছন্দ হয়েছে।নাহ আর দেরি করা চলবে না। ঘড়ির কাঁটা বলছে এবার দুগ্গা দুগ্গা বলে বেড়িয়ে পড়তে।

শিয়ালদহ পৌঁছে দেখি সবাই এসে হাজির। বোর্ডে দেখি 9B প্ল্যাটফর্মে দার্জিলিং মেল দিয়ে দিয়েছে। সবই তো ঠিক আছে। কিন্তু মালিনী টেনশন করতে করতে প্রায় টুনটুনি পাখি হয়ে গেছে। ওদের টিকিট RAC ও হয় নি। সুদীপ দিবাকর কে গিয়ে বলল ওদের দুটো জেনারেল টিকিট কেটে আনতে। আর আমাদের তো কনফার্ম টিকিট। ওটা শেয়ার করলে টিটি কিছু বলবে না। যাইহোক এরপর ঠাকুর ঠাকুর করতে করতে S9 খুঁজতে লাগলাম। সৌমেনদা দের আবার S5।  ওরা তাই এগিয়ে গেল। একেবারে এনজেপি পৌঁছে ওদের সাথে দেখা হবে। সবাই দার্জিলিং মেলে চড়ে বসলো। এই দার্জিলিং মেল নাম টার সাথে যেন সবার কত স্মৃতি জড়িয়ে আছে। সেই কোন ছোট্ট বেলায় বাবা মার সাথে এই ট্রেনে আমার প্রথম রাত কাটানো। একটা বার্থে মা আমাকে বুকে জড়িয়ে ধরে ঘুম পাড়াতো। বাবা উপরের বার্থে শুলে নিচের বার্থ থেকে আমি বাবার হাতের আঙুল ছুঁতাম বারবার। তখন হয়তো খেলা ছিল। এখন সেই খেলা গুলো যেন মনের মধ্যে একটা জীবন্ত চলচ্চিত্রের অংশ। রাত বাড়লে হকার দের সেই 'চায় গরম চায়', 'চা কফি চা' এই আওয়াজ গুলো না শুনলে মনেই হতো না বেড়াতে যাচ্ছি। ওই আওয়াজ শুনতে শুনতে আর ট্রেনের দুলুনিতে কখন যে ঘুমিয়ে পড়তাম। অনেক রাতে যখন ফরাক্কা ব্যারেজের উপর দিয়ে ঝমঝমিয়ে ট্রেন টা যেত বাবা ডাকত। বাবার সাথে ট্রেনের জানলা দিয়ে উঁকি দিয়ে বিশাল ব্যারেজ টা দেখতাম। মাঝে মাঝে ভয় হতো যদি ট্রেন টা পড়ে যায়। বাবা কে বলতেই বলত দুর বোকা আমি তো আছি। তাতেই মনের সব ভয় ফুৎ করে উড়ে যেত। এখন হয়তোবা বেড়াতে যাওয়ার মজা গুলো অন্যরকম কিন্তু এই স্মৃতি গুলো যদি সেই মজার সাথে মিশে যায় তবে তার থেকে ভালো আর কিছু হতে পারে না। এখনও ফরাক্কা ব্যারেজের উপর দিয়ে যখনই গেছি সুদীপ আমাকে ঘুম থেকে ডেকে তোলে। জানলা দিয়ে উঁকি মেরে একসাথে দেখি। এখনও ঝমঝম আওয়াজ এর সাথে বাবার বলা কথা গুলো কানে বাজে। এখন তো আর ও এক জন যোগ হয়েছে। সুদীপ আর বাবা মা থাকতে আমার সত্যিই কোন ভয় নেই।

আমার এইসব নস্টালজিক ভাবনার মাঝে টিটি এসে হাজির। ভদ্রলোক সত্যিই খুব ভালো। কোন অসুবিধা হয়নি। এক্সট্রা যে টাকা লেগেছিল মালিনী দের তার জন্য চালান ও দিয়েছিলেন। মালিনী তো হাঁফ ছেড়ে বাঁচল। কিন্তু তারপর ডিনার করে এমন ঘুম দিল যে দিবাকর বেচারা সারা রাত প্রায় বসেই কাটালো। আমি আর সুদীপ পালা করে করে ঘুমিয়ে নিলাম। রাত বাড়তে ঠান্ডা টা টের পেয়ে সুদীপ কিন্তু নিজেই কম্বল বের করে গায় দিয়েছিল। পরদিন সকালে আটটায় এনজেপি পৌঁছানোর টাইম। মোটামুটি ঠিক সময়েই পৌঁছল। আমাদের লেপচাজগৎ এর হোম স্টে তে গাড়ির জন্য বলা ছিল।এনজেপি থেকে লেপচাজগৎ টাটা সুমন তে 2300 টাকা। এনজেপি নেমে ড্রাইভারজী কে ফোন করতে জানালেন উনি অনেক আগেই চলে এসেছেন। গাড়ির মাথায় এরপর ঝটপট লাগেজ তুলে বেঁধে ফেলা হলো। সকালের হাওয়ায় বেশ ঠান্ডা লাগছে। ব্যাগ থেকে টুপি মাফলার সব বেড়িয়ে পড়ল। ড্রাইভারজী জানালেন আমাদের লেপচাজগৎ পৌঁছতে তিন ঘন্টা মতো লাগবে। রাস্তা তে ব্রেকফাস্ট করে নেব ঠিক হলো। উঠে বসলাম ছয় মুর্তি গাড়ি তে। দিবাকর কিন্তু ঘুমে ঢলছে।

#লেপের_তলায়_লেপচাজগৎ

#পর্ব_3

এনজেপি থেকে রোহিণী রোড ধরে আমাদের গাড়ি ছুটে চলল। সেই চির পরিচিত শাল সেগুনের জঙ্গল রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে আমাকে যেন ছোটবেলায় এনজেপি থেকে দার্জিলিং যাওয়ার এক হারিয়ে যাওয়া অ্যালবাম দেখাচ্ছে। শীতের শুকনো বাতাস ঝরে পড়া অজস্র শুকনো পাতার নুপুর বাজিয়ে এক অজানা দিকশূন্যপুরে নিয়ে যায়। এই জঙ্গল টা দেখলেই আমার মনে হয় একা একা এই জঙ্গলে হারিয়ে যাই। শুকনো ঝরা পাতার শব্দ আমার মনে নেশা লাগিয়ে দেয়। সুনীল গঙ্গোপাধ্যায়ের নীললোহিত হলে হয়তো হারিয়েই যেতাম। কিন্তু সে যখন হওয়ার নয় অগত্যা 'কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে'। রাস্তার দু’ধারে শীতের বৈরাগ্য মেখে গাছ পালা দিগন্ত বিস্তৃত গেরুয়া চাদর গায়ে জড়িয়ে আছে। শুষ্ক দিগন্তের ক্যানভাসে মাঝে মাঝে পলাশ শিমুলের রক্ত রাঙা ছোঁওয়া। বনতুলসী আর অজানা ছোট্ট ছোট্ট ফুলের রঙে ক্যানভাস যেন মনের ছবি। গাড়ির মধ্যে তখন ওদের জমাটি আসর। সৌমেন দা আর ঐন্দ্রিলা দির খুনসুটি ঝগড়ায় আমাদের হাসতে হাসতে পেট ব্যাথা। এদিকে আবার মালিনী খিদে সহ্য করতে পারে না। গাড়ি তে ওঠা থেকে বলেই চলেছে। ড্রাইভারজী কেও পনেরো মিনিট পর পর বলছে ব্রেকফাস্ট এর জন্য গাড়ি থামাতে। দিবাকর ও এই সুযোগে মালিনীর লেগপুলিং করতে ছাড়ছে না। অবশেষে ড্রাইভারজী ব্রেকফাস্ট এর জন্য গাড়ি দাঁড় করালো। একটা ছোট্ট রেস্টুরেন্ট। সামনে দাঁড়ালেই চোখ জুড়ানো ঢালু পাহাড় রোদ মেখে দাঁড়িয়ে। ঠান্ডা হাওয়া টা বেশ গায়ে লাগছে।খিদে টাও চনচনে হয়ে উঠেছে। ব্রেকফাস্টে সুদীপ মালিনী পুরি সব্জি, সৌমেন দারা রুটি আর আমি আর দিবাকর ওয়াই ওয়াই অর্ডার দিলাম। খিদের মুখে আর ঠান্ডাতে গরম গরম খাবার পেয়েই সেগুলো সদ্ব্যবহারে ব্যস্ত হয়ে পড়লাম। পেট ভরতে আবার যাত্রা শুরু। গাড়ি এবার পাহাড়ে উঠতে আরম্ভ করেছে। হেয়ার পিন বেন্ড গুলো দেখলেই মনে হয় যেন এই বাঁক টা ঘুরলেই অন্য একটা জগত যেন এক্ষুনি চোখের সামনে চলে আসবে। আর সত্যিই তাই প্রতিবার যেন আলো আঁধারি রোদ ছায়ায় আবৃত হয়ে পাহাড় যেন নতুন রূপে শুধু আমার চোখে আলাদা করে ধরা দেয়।আরও খানিক চড়াই ভাঙ্গার পর গাড়ির খোলা জানালা দিয়ে একরাশ ঠান্ডা হাওয়া ঢুকে পড়ে আমাদের জড়িয়ে ধরল।রুক্ষ ক্যানভাস পার করে রোদ কুয়াশা মাখা চিরহরিৎ পাইন বনের পটভূমিতে প্রকৃতির লাবণ্যে আমরা মুগ্ধ। কত যুগ যুগ ধরে যেন অতন্দ্র প্রহরীর মতো কুয়াশায় অবগুণ্ঠিতা প্রকৃতিকে পাইন বন দৃঢ় পাহারায় পৃথিবীর সমস্ত কৃত্রিমতা থেকে রক্ষা করে চলেছে। দীর্ঘ দিনের ঝরে পড়া পাতা ঘন কুয়াশায় ভিজে ভিজে অজানা অচেনা বুনো ফুলের সুগন্ধ মিশে যেন পৃথিবীর অন্তস্থল থেকে আদিম গন্ধ তুলে এনে মিশিয়ে দিচ্ছে ভেজা বাতাসে। আর সেই মাতাল করা গন্ধ মেখে প্রকৃতি যেন কুয়াশার পর্দা টেনে রহস্যাবৃতা। এই বনের কোনখানে যেন রহস্য ঘেরা প্রাচীন রাজপুরীর এক ঘরে সোনার কাঠি রূপোর কাঠির যাদু স্পর্শে এই রহস্যময় মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। কখনো সোনা ঝলমলে রোদ, কখনো বা ঘন কুয়াশার অন্ধকার গায়ে মেখে আমরা এগোতে থাকলাম। দেখতে দেখতে এসে পড়লাম কার্শিয়াং। মনে পড়লো প্রথম দার্জিলিং এসেছিলাম যখন এই কার্শিয়াং এর উপর দিয়ে টয়ট্রেনে চেপে গেছিলাম বাবার কোলে চেপে। বাবাই তখন বলেছিল, কার্শিয়াং এর আর এক নাম নাকি land of white Orchid। তা অর্কিডের দেখা না পেলেও স্কুল টাইমে রাস্তার পাশ দিয়ে যাওয়া লাল ইউনিফর্ম পরা ছোট্ট ছোট্ট লাল গালের অনেক ফুলের দেখা পেলাম। এদের নিষ্পাপ মুখের সৌন্দর্যের কাছে পৃথিবীর  যে  কোন দামি অর্কিড ম্লান। সৌমেন দা তো দেখলেই ওদের ফটো তুলছে। আর মালিনী আবার পাহাড়ী লোমশ কুকুর দেখলেই এমন লাফালাফি করছে যে ওদের কে বিস্কুট খাওয়ানোর জন্য গাড়ি থামাতেই হলো। গাড়ি থেকে নামতেই কিন্তু ঠান্ডা হাওয়া আমাদের মোটা জ্যাকেটের মধ্যে ঢুকে পড়ে একেবারে হাঁড় পর্যন্ত ছুঁয়ে দিল। গাড়ি এবার ঘুম হয়ে লেপচাজগৎ যাবে। পথ আর বেশি বাকি নেই। ঘড়িতে সবে দুপুর সাড়ে বারোটা, কিন্তু এর মধ্যেই এখানে ঘন কুয়াশা আর শীতে যেন ঝুপ করে বিকেল নেমে এসেছে।

 দেখতে দেখতে লেপচাজগৎ পৌঁছে গেলাম। ছোট্ট একটা ছবির মতো গ্রাম গুটি কয়েক হোমস্টে নিয়ে পাহাড়ের কোলে বসে আছে। পাশাপাশি ই সব কটা হোম স্টে। দোকান পাট, এ টি এম এসব যান্ত্রিক আধুনিকতার ছোঁয়া থেকে এ মুক্ত। শুধু পাইন, পাহাড়, রোদ, কুয়াশা, পাখির কলকাকলিতে এ পূর্ণ। গাড়ি থেকে নামতেই কিন্তু আমাদের ওরে বাবা রে  মা রে অবস্থা। হাতের আঙুল গুলো যেন কেউ বরফের ছুরি দিয়ে কেটে নেওয়ার চেষ্টা করছে। নাকের ডগা টাও যেন কে কুচুৎ করে কামড়ে ধরল। মালিনী তো একেই শীত কাতুরে তার উপর এই ঠান্ডাতে তো তিড়িং বিড়িং শুরু করে দিয়েছে। সবার ই মোটামুটি এই ঠান্ডা তে এক ই অবস্থা। থাকবো কি করে এই ঠান্ডায়!!! সৌমেন দার কিন্তু দারুণ এনার্জি, ঐ ঠান্ডা তেই ফটো তুলতে লেগেছে। যদিও আঙুল গুলো কিন্তু অবশ হয়ে গেছে ঠান্ডা তে। তাড়াতাড়ি লাগেজ নিয়ে ঘরে ঢুকলাম। পরিচ্ছন্ন কাঠের ঘর। বেশ পরিষ্কার। বেডে দেখলাম এই মোটা মোটা তিন টে ডাবল কম্বল। দেখেই বুঝলাম দুপুর একটা নাগাদ যদি এই ঠান্ডা হয় তো রাতে যে কি হবে!!! ঘরে দুটো অসুবিধা, এক - কোন ঘরে রুম হিটার  নেই। আরও একটা অসুবিধা হলো আমাদের নেওয়া তিনটে ঘরের মধ্যে দুটো ঘরে গিজার নেই। অবশ্য জল গরম চাইলে সঙ্গে সঙ্গে বালতি করে জল দিয়ে যাবে বলেছে। দুপুরের খাবার এর অর্ডার দিয়ে হাত মুখ ধুতে বেসিনের কল খুলে জলে হাত দিতেই যেন কারেন্টের শক লাগলো। আমার তখন যেন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। একটু পরে অবশ্য গরম জল দিয়ে গেল। হাতের আঙ্গুল এমন ই অবশ যে জলে হাত দিয়ে বুঝতেই পারছি না আদৌ গরম না ঠান্ডা। ঝুপঝাপ করে সবাই যা হোক করে স্নান করে তো নিলাম কিন্তু ওরে বাবারে।! তার পরে তো ম্যালেরিয়ার কাঁপুনি শুরু হলো। ইনফার্নো, মোটা সোয়েটার, তার উপর মোটা জ্যাকেট সব কিছু ডাহা ফেল। পায়ের কথা তো ছেড়েই দিলাম,. দুটো মোজা কেডস পরেও পা এ কোন সাড় নেই।। মুখে ভালো করে ক্রিম ঘসতেই হবে, এর মধ্যেই ফাটতে শুরু করেছে। এর মধ্যেই দুপুরে লাঞ্চ এর ডাক পড়ল। কুয়াশায় ততক্ষণে চারদিক ঢেকে গেছে। জ্যাকেটের পকেট থেকে হাত বার করতেই ভয় লাগছে তো খাব কি করে। ঐন্দ্রিলা দি আমাদের তাড়া দিয়ে খেতে বসালো।। টেবিলের উপর বড়ো বড়ো হটপট বন্দি ধোঁয়া ওঠা সব খাবার, জগ ভর্তি গরম খাবার জল,পরিষ্কার প্লেট সব রাখা। শুধু নিজেরা সার্ভ করে নিতে হবে। ঐন্দ্রিলা দিই দুঃসাহসিক ভাবে গ্লাভস হাত থেকে খুলে আমাদের সার্ভ করতে লাগল। আর আমরা পকেটে হাত ঢুকিয়ে ঠুঁটো হয়ে বসে থাকলাম। ভাতের মধ্যে ধোঁয়া ওঠা গরম ডাল দিতেই সুদীপ বললো ওই গরমে তাড়াতাড়ি হাত দিতে, তাতে হাতে একটু আরাম লাগবে। বলা মাত্রই কাজ। আর শুধু তাই না খিদের মুখে ওরকম গরম  সুস্বাদু রান্না পেয়ে দেখতে দেখতে এক-দু প্লেট ভাত উড়ে গেল। খাওয়া দাওয়া তো হলো। এবার কি করি। বাইরে ঘরে সব জায়গায় হি হি  করা হাঁড় কাঁপানো ঠান্ডা। কম্বল গুলো তে মনে হচ্ছে কে যেন বরফ দিয়ে রেখেছে। বিছানা গুলো ও যেন জলে ভেজা। বাইরে যে যাব তা যা কুয়াশায় অন্ধকার হয়ে আছে যে যাওয়ার মতো নেই। সৌমেন দা কিন্তু ফটো তোলার নেশায় বাইরে যাওয়ার জন্য সবাইকে বলছে। না বাবা আমি আর পারছি না। আমি ততক্ষণে ওই বরফ ঠান্ডা কম্বলের তলায় ঢুকে ঠ্কঠক করে কাঁপছি। মালিনী ও সোজা কম্বলের তলায়। সুদীপ ও যাব কি যাব না করতে করতে থেকেই গেল। সৌমেন দা, ঐন্দ্রিলা দি আর দিবাকর কুয়াশার মাঝে একটু পরেই হারিয়ে গেল। কিছুতেই কিন্তু কম্বলের ভিতরে গরম হচ্ছে না। এই সময় হোম স্টের ওনার প্রসাং জী এসে আমাদের সাথে দেখা করলেন। এত আন্তরিক ব্যবহার, কোন কৃত্রিমতা নেই এতে কম্বল উষ্ণ না হলেও আমাদের মনে উষ্ণ ছোঁয়া লাগল। আমরা বললাম সন্ধ্যা তে একটু ক্যাম্পফায়ার এর ব্যবস্থা করতে, কিন্তু উনি বললেন আজ যা ড্যাম্প ওয়েদার তাতে আগুন ঠিক মতো জ্বলবে না। আগামীকাল ছাদে ব্যবস্থা করবেন। আজ আমাদের রুমের ব্যালকনিতে ছোট করে আগুনের ব্যবস্থা করার চেষ্টা করবেন। কথা বলতে বলতে সৌমেন দারা আর তার সাথে সাথে গরম গরম প্লেট ভর্তি  পেঁয়াজী আর চা হাজির। এখানের জলে খিদেও পাচ্ছে। সবাই মিলে টপাটপ পকোড়া মুখে পুড়তে লাগলাম। গরম চা এর সাথে বেশ জমে গেল।ততক্ষণে আমাদের ঘর সংলগ্ন কাঁচ ঘেরা ব্যালকনিতে প্রসাং জী আগুনের ব্যবস্থা করে ফেলেছেন। একটু গরম হওয়ার আশায় সবাই সে দিকে দৌড়ালাম। আহা আগুনের তাপ এই হাঁড় হিম করা ঠান্ডার মধ্যে যেন উষ্ণ আদরের মতো। ওখানেই আমাদের আড্ডা জমে গেল। কিন্তু আগুন কিন্তু বেশিক্ষণ জ্বালানো গেল না, বদ্ধ জায়গায় বড্ড ধোঁয়া তে চোখ জ্বলতে লাগল। তাই এইটুকু সময়ের মধ্যে পাওয়া উষ্ণ ছোঁয়া কে গায়ে জড়িয়ে ঘরে বসে আসর জমালাম আমরা। হঠাৎ জানলার পর্দা সরাতে গিয়ে দেখি দুর পাহাড়ের গায়ে অসংখ্য উজ্জ্বল নক্ষত্র জ্বলা দার্জিলিং। হঠাৎ যেন ছোট বেলার ফেলে আসা একখান ছবি ভেসে উঠল। দার্জিলিঙের হোটেলের জানলা দিয়ে এরকম জোনাকি জ্বলা পাহাড়ের ঢাল প্রথম বার দেখে বাবা কে জড়িয়ে ধরে বলে উঠেছিলাম আচ্ছা বাবা আকাশ টা এরকম নিচে নেমে এল কি করে? আকাশ টা কি উল্টে গেল? বাবা শুনে খুব হেসে বুঝিয়ে বলেছিল-রাতের অন্ধকারে পাহাড়ের কোলের বাড়ির আলো গুলোই দুর থেকে ওরকম তারার মতো লাগে। অবাক হয়ে অনেক্ষণ সেই জানলা দিয়ে তখন তাকিয়েছিলাম। আমার হাতের কাছে ও যে এরকম একটা আকাশ পাওয়া যাবে জানতাম না যে। আজ ও এত দিন পর সেই একই দৃশ্য যেন একই রকম অমলিন। বাইরে কিন্তু নিবিড় ঘন কালো অন্ধকার। মাঝে মাঝে শুধু কিছু গাড়ি ঘন অন্ধকার আর গাঢ় কুয়াশা ভেদ করে যেন অন্য কোন গ্রহ থেকে এখানে হঠাৎ চলে এসেছে। কুয়াশার মাঝে তাদের জ্বলা চোখ গুলো কেমন ঘোলাটে রহস্যময় লাগছে। ঘড়িতে তখন সবে সাতটা। এর ই মধ্যে কেমন গভীর রাতের নিস্তব্ধতা। তবে কিছু সময় পরেই হঠাৎ পাশের কোন হোম স্টে থেকে উদ্দাম হিন্দি গানের সুর আর হল্লার আওয়াজ ভেসে এলো। এই নৈসর্গিক নিস্তব্ধতার সৌন্দর্যের মাঝে সেই শব্দ যেন যেন ফুটন্ত গরলের মতো আমাদের কানে এসে লাগছে। বাইরে বেরিয়ে প্রসাং জী কে দেখে সে কথা বলতে উনি বললেন যে ট্যুরিস্টরা এসে নাকি এরকম ব্যবস্থা করে দিতে বলে। আমাদের কেউই কিন্তু একটা কথা বুঝলাম না যদি এরকম নাচ গান উদ্দাম আওয়াজ চাই তাহলে এরকম শান্ত আদিম অকৃত্রিম প্রকৃতির শান্তির বিঘ্ন ঘটিয়ে কি লাভ। মানুষ ই যে প্রকৃতির বড় শত্রু সে যেন আবার চোখের সামনে দেখতে পেলাম। মনটা খুব খারাপ হয়ে গেল। আমাদের আড্ডার আসর টা ও ভেঙে গেল এরপর। বারান্দায় আমি একা দাঁড়াতে ঐ উৎকট আওয়াজের সাথে যেন মনে হলো এই অবগুণ্ঠিতা ভার্জিন প্রকৃতির কষ্টের আওয়াজ মিশে আছে। মনে মনে ভগবান কে বললাম এই কৃত্রিমতা থেকে এই যন্ত্রণা থেকে তোমার সৃষ্টি কে রক্ষা করো। না হলে এই আওয়াজে যে প্রকৃতির সযত্ন সৃষ্টির ধ্বংসের ভেরীর আওয়াজ শোনা যাচ্ছে। খানিক পরেই খাওয়ার ডাক এলো। সন্ধ্যে তে এতো পকোড়া খেয়েছি যে আমি বেশি খেতে পারলাম না। আমি উঠে বাইরে আসতে দেখি আকাশে চাঁদের আলো দেখা যাচ্ছে মেঘের ফাঁকে ফাঁকে। আর সেই আলোয় দেখি লেপচাজগৎ মোটা কুয়াশার লেপের তলায় মুড়ি দিয়েছে। তবে যা ঠান্ডা তাতে পেটের ভেতরে হাত পা সেঁদিয়ে যাওয়ার অবস্থা। তাড়াতাড়ি সবাই ঘরে ঢুকে কম্বলের তলায় ঢুকলাম। কিন্তু ওই ঠান্ডা বিছানায় ঠান্ডা কম্বল গায় দেওয়া যেন শাস্তি। তবে পরিবেশের ঠান্ডার সাথে আমাদের শরীর ও আস্তে আস্তে মানিয়ে নেওয়া শুরু করেছে। তবে হাতের আঙ্গুল আর পা সেই যে সকালে গাড়ি থেকে নামার পর ঠান্ডা কামড়ে ধরে অবশ করে দিয়েছিল এখনও তার অবস্থার কোন উন্নতি হয়নি। এতটাই অবশ পা এর আঙ্গুল গুলো যে হাঁটতে আঙ্গুলে ব্যথা লাগছে। গতকালের রাতে ট্রেনে আধঘুম আর সারাদিনের জার্নিতে শরীর ও অবসন্ন। সবাই এবার ঘুমের তোড়জোড় শুরু করেছে। প্রসাং জী বলে গেলেন আগামীকাল যদি আকাশ পরিষ্কার থাকে তো ভোর বেলায় উনি আমাদের ডেকে তুলে নিজেই ভিউ পয়েন্টে নিয়ে যাবেন। ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাবে। আমরাও আশ্বস্ত হয়ে ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। অত ঠান্ডা বিছানা কম্বলে ঘুমোনো বেশ মুশকিল। তবে সারাদিনের কষ্টে আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম।পরদিন সকালে প্রসাং জীর ডাকে ঘুম ভাঙলো। ঘড়ি তে দেখি সকাল ছ’টা। ঘরের জানালার কাঁচের শার্শি পার করে সূর্যের নরম আলো বিছানায় এসে পড়েছে। বাইরে বেরিয়ে ব্যালকনি দিয়ে দেখি ঝকঝকে নীল আকাশের মাঝে এককালে বরফ জমানো কুলফি আবার মাথায় যেন কেউ অল্প স্ট্রবেরি সিরাপ ঢেলে দিয়েছে।ঠিক যেমন ময়দানে বরফ জমানো লাঠির মাথায় পছন্দের রঙিন সিরাপ ঢেলে দেয়। অবাক হয়ে তাকিয়ে আছি। হঠাৎ সুদীপ দেখি সবাই কে ডেকে বলছে তাড়াতাড়ি বেরোতে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ওমা দেখো কান্ড এতক্ষণ ঘুম চোখে কি না কাঞ্চনজঙ্ঘা কে কুলফি আইসক্রিম ভাবছি!!! তবে সে দৃশ্য চোখের পলকেই মিলিয়ে গেল। ঘর থেকে ক্যামেরা নিয়ে আসতে আসতেই দেখি সুন্দরী মেঘের আড়ালে মুখ লুকিয়েছেন। মনের ক্যানভাসেই থাক সে ছবি। এই সময় হঠাৎ দেখি এক অন্য দৃশ্য। রাস্তার পাশের ঘাস আর গাড়ির মাথায় কে যেন ক্রিস্টালের গুঁড়ো বিছিয়ে দিয়ে গেছে। রোদ পড়ে ঝকঝক করছে। প্রসাং জী আমার অবাক হয়ে যাওয়া দেখে বললেন রাতে মাইনাস টেম্পারেচরে শিশির বরফ হয়ে জমে গেছে। ওমা এ বুঝি বরফ!! আমি আনন্দে এমন চিৎকার করলাম যে সবাই জড়ো হয়ে গেছে। সৌমেন দা তো ক্যামেরা নিয়ে সোজা নীচে। আমরাও পিছন পিছন ছুটলাম। চোখের সামনে এমন দৃশ্য দেখে সবাই ঠান্ডা ভুলে গেছে। শুধু হাত পা গুলো অসাড়। একটুক্ষনের মধ্যে ফ্রেশ হয়ে প্রসাং জীর সাথে চললাম ভিউ পয়েন্টের দিকে। মালিনী ঠান্ডায় এতই কাহিল যে ও আর গেলো না। ওকে বললাম আমরা একটু পরেই আসছি। ও যেন ততক্ষণে ব্রেকফাস্ট বলে দেয়। রাস্তার পাশেই পাইন বনের মধ্যে দিয়ে পা এ হাঁটা রাস্তা উপরে উঠে গেছে। ঝকঝকে রোদ চোরের মত পাতার ফাঁক দিয়ে ঢুকে পড়ে আলো আঁধারির জাল তৈরী করেছে। রাস্তা বেশ চড়াই। দু মিনিটেই হাঁপিয়ে যেতে হয়। আমাদের মধ্যে তো রীতিমতো কম্পিটিশন লেগে গেল কে আগে যাবে। সুদীপ তো ক্রমাগত আমার লেগপুল করে চলেছে এই তুমি সান্দাকফু ট্রেকিং করতে যাবে? আমি ও ছাড়ার পাত্রী নই। বেশ তাড়াতাড়ি হাঁটতে লাগলাম। শুধু সৌমেন দা মন দিয়ে ফটো তুলছে। চলার রাস্তায় ঘাসে পাতায় বরফের পাতলা চাদর। পা পড়লে পিছলে যাচ্ছে। সুদীপ তো একবার ভালোই পিছলালো। একটু সময়ের মধ্যেই একটা বেশ উঁচু জায়গায় চলে এলাম। এটাই ভিউ পয়েন্ট। সামনে দিগন্ত বিস্তৃত খোলা জায়গা। চোখ চলে গেল শ্বেত শুভ্র উন্নত শিখরে। নীল ক্যানভাসে স্বচ্ছ সাদা রঙে আঁকা কাঞ্চনজঙ্ঘা। হঠাৎ ফেলুদার সঙ্গী লালমোহন বাবুর বলা সেই দুখানা লাইন মনে পড়ে গেল - 'অয়ি কাঞ্চনজঙ্ঘে । দেখেছি তোমার রূপ উত্তরবঙ্গে'। সত্যিই তাই। উত্তরবঙ্গের এত জায়গা থেকে এত রকম ভাবে কাঞ্চনজঙ্ঘা কে দেখেছি, তাও তাকে যতবারই দেখি সেই উত্তেজনা একফোঁটাও কমে না। শুভ্র মুক্তোর গুঁড়োর রংয়ে আঁকা কাঞ্চনজঙ্ঘা কিন্তু তখন আর কাঞ্চনবর্না নেই। অনমনীয় দুর্জয় শৃঙ্গ তখন শ্বেতবর্না। আরও কিছু সময় থেকে ফেরার পথ ধরলাম। সৌমেন দা ফটো তুলবে বলে আমরা গ্রামের ভিতর দিয়ে ফেরার পথ ধরলাম। ছোট্ট ছোট্ট বাচ্চারা ফুলের মত আমাদের ঘিরে ধরছে মাঝে মাঝে।হঠাৎ চোখ চলে গেল দূরের এক গাছে। এই কনকনে শীতেও রক্ত রঙা রডোডেনড্রন ফুটে আছে। রবি ঠাকুরের 'শেষের কবিতা'র কিছু লাইন মনে পড়ে গেল -

"পথের বাঁধন"
            --- রবীন্দ্রনাথ ঠাকুর

      পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি,
       আমরা দুজন চলতি হাওয়ার পন্থি।
           
প্রভাতবেলায় হেলাভরে করে অরুনকিরণে তুচ্ছ
উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ
 নাই আমাদের সঞ্চিত ধনরত্ন
  নাই রে ঘরের লালনললিত যত্ন।
             পথপাশে পাখি পুচ্ছ নাচায়
              বন্ধন তারে করি না খাঁচায়--
ডানা মেলে দেওয়া মুক্তিপ্রিয়ের কূজনে দুজনে তৃপ্ত ।
আমরা চকিত অভাবনীয়ের ক্বচিৎ কিরণে দৃপ্ত।

ব্রেকফাস্ট করতে করতে ঠিক করলাম ছোট্ট একটা সাইড সিইং করে নেব। যেমন ভাবা তেমনি কাজ। প্রসাং জী কে বলতেই গাড়ির ব্যবস্থা হয়ে গেল। টাটা সুমো। ঘোরাবে -  টুকরে, মিরিক, জোড়পোখরি, সীমানা, পশুপতি মার্কেট। সব মিলিয়ে দু হাজার। ঝটপট রেডি হয়ে উঠে পড়লাম গাড়ি তে।

আজ কিন্তু আকাশ একেবারে পরিষ্কার। গলানো সোনার মতো রোদের কম্বল গায়ে দিয়েছে লেপচাজগৎ। তা বলে ঠান্ডার কিন্তু কমতি নেই। পাহাড়ী রাস্তা ধরে দুপাশের সবুজ চা বাগানের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল। হঠাৎ দেখি রাস্তা আলো করে দাঁড়িয়ে আছে কয়েক টা চেরী গাছ। হালকা গোলাপী রঙের ফুল ঢেকে গেছে। ঠান্ডা হাওয়ার সাথে তার পাপড়ি গুলো উড়ে যাচ্ছে। এরকম দৃশ্য দেখে গাড়ি না থামিয়ে পারা যায় না। নামতেই এক ঝলক ঠান্ডা বাতাসের সাথে চেরী ব্লসমের পাপড়ি এসে আমাদের গাল ছুঁয়ে দিল। দূরের গাছ গুলো থেকে ঝাঁক বাধা মৌমাছির গুন গুন, নিস্তব্ধ পরিবেশে যেন অজানা ভাষায় মন্ত্র উচ্চারণের মতো শোনায়। চোখ আর প্রান ভরে দেখে নিয়ে চললাম টুকরের দিকে। অল্প একটু সময়ের মধ্যে এসে গেলাম। আসলে একটা ছোট্ট পার্ক মতো ভ্যালি। একফালি তীর তীরে পাহাড়ী নদীর উপরে ব্রিজ। ব্যাস। সেখানেই একটু ঘুরে ফিরে এবার গাড়ির চাকা ঘুরল মিরিকের দিকে। আমাদের ড্রাইভার জী এমন সুন্দর সুন্দর রোমান্টিক গান বাজাতে শুরু করলেন যে সৌমেন দা তো বলেই ফেলল যে গান গুলো কপি করে নেবে। দেখতে দেখতে মিরিক। পাহাড় আর সবুজ গাছ পালা ঘেরা মাঝারি সাইজের একটা লেক, অসংখ্য মাছে ভর্তি। মাছের খাবার দেওয়ার জিনিস পত্র ও বিক্রি হচ্ছে। একটু হাঁটা হাঁটি করে সবাই মিলে আনারস আর কমলালেবুর জুস খেয়ে নিলাম। এবার যাব জোড়পোখরি। হঠাৎ দেখি ঝকঝকে রোদ আস্তে আস্তে কুয়াশার লেপের তলায় ঢুকেছে। এই জোড়পোখরি যাওয়ার রাস্তা টা আমার বেশ পছন্দ হলো। সেই মিস্টিরিয়াস কুয়াশা ঘেরা পাইন বন,গাড়ির জানলা দিয়ে হাত বাড়ালেই মেঘ, ঝিমঝিমে বন্য মাতাল করা সোঁদা গন্ধ, বনতুলসীর রঙিন ফুলের পাথরের খাঁজ থেকে উঁকি ঝুঁকি যেন রূপকথার দেশে নিয়ে যায়। জোড়পোখরি দেখে চললাম পশুপতি মার্কেটের দিকে। নেপালের বর্ডারে মার্কেট বসেছে। আমাদের গাড়ি কিন্তু মার্কেট পর্যন্ত গেল না। বর্ডারে পরিচয়পত্র দেখিয়ে নেপালের গাড়ি নিয়ে দুই - তিন মিনিটের মধ্যে পৌঁছে গেলাম মার্কেটে। কিছু দোকান পাট আছে। তবে সে রকম কিছু না। আর দেখলাম প্রচুর ব্র্যান্ডেড জিনিস অনেক কম দামে বিক্রি হচ্ছে, তবে তা আসল না নকল বুঝতে পারলাম না। তাই কেনাকাটা কিছু করলাম না। এবার আমাদের গন্তব্য সীমানা। কুয়াশা ধীরে ধীরে বেড়েই চলেছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডা। মালিনীর আবার বেশ খিদে পেয়ে গেছে। সীমানা জায়গা টাও আসলে নেপালের সীমান্ত। গাড়ি একটু আগে দাঁড়িয়ে পড়ল। আমরাও হাঁটি হাঁটি পা পা করে নেপালে ঢুকে গেলাম। শুনলাম জায়গা টা নাকি আসলে ভিউ পয়েন্ট। ওখান থেকে নেপালের বেশ কিছুটা দেখা যায়। তবে এমন ঘন কুয়াশাতে ঢেকে গেছে যে সে দেখার সুযোগ আর হলো না। আর খাবারের দোকান দেখে মালিনীর খিদে তখন হাই জাম্প লং জাম্প দিচ্ছে। ওয়াই ওয়াই আর চিকেন মোমো অর্ডার করা হলো। খেয়ে নিয়ে আবার গাড়ি তে। এবার সোজা লেপচাজগৎ হোম স্টে।

পৌঁছে শুনি লোডশেডিং। স্নান করার জন্য গরম জল পাওয়া যাবে না। কখন আসবে পাওয়ার তাও বলা যাবে না। আর যা কাঁপানো ঠান্ডা তাতে আর স্নান করার ইচ্ছেও কারোর নেই। কোনও রকমে হাত মুখ ধুয়ে সোজা লাঞ্চ করতে বসে গেলাম। গরম ভাত ডাল চিকেন যেন অমৃত। বাইরে কিন্তু কুয়াশায় আধো অন্ধকার। খেয়ে দেয়ে আর ওই বরফ বিছানায় যেতে ইচ্ছে করল না। এক ঘরে ঢুকে সবাই গাদা গাদি  হয়ে বসে গল্প শুরু করলাম। খানিক পরেই ঝুপ করে ঘন অন্ধকার নেমে এল। আজ আমাদের জন্যে আবার সন্ধ্যে বেলায় ছাঁদে ক্যাম্পফায়ার আর চিকেন রোস্টের ব্যবস্থা হয়েছে। খানিক পরেই সে ব্যবস্থা করে প্রসাং জী আমাদের ডাকলেন। ছাদে গিয়ে দেখি আকাশে পরিষ্কার। গোল থালার মতো সাদা চাঁদের স্নিগ্ধ আলো চারিদিকে ছড়িয়ে আছে। চাঁদের আলো আর কুয়াশা মাখামাখি হয়ে যেন বহু যুগ আগের এক আদিম জগতের ইন্দ্রজাল তৈরী করেছে। দূরের পাহাড় গুলো কে মনে হচ্ছে যেন কোন যাদুকরের তৈরী যাদুপুরী। ঠান্ডা হাওয়ায় দূরের পাইন বন থেকে পাতার ঝমঝম শব্দ যেন কোন অশরীরীর অব্যক্ত আওয়াজ। আগুনে মাঝে মাঝে কাঁচা কাঠ ফাটার আওয়াজ আর চিকেন রোস্টের গন্ধ সব মিলিয়ে এক আধা ভৌতিক পরিবেশ। কারেন্ট আসার কোন নাম গন্ধ কিন্তু নেই।।

আগুনের পাশে আমরা গোল হয়ে জমিয়ে বসলাম। আগুনের তাপ একটু একটু করে আমাদের শরীরে ছড়িয়ে পড়তে লাগল। হঠাৎ শুনি কে গান করছে -

'গুমনাম হ্যায় কোই। বদনাম হ্যায় কোই'।

এই পরিবেশে এরকম গান শুনে পিলে চমকে ওঠাই স্বাভাবিক। তারপর খেয়াল করি আমাদের মধ্যে দিবাকর নেই তো। নিশ্চয়ই ওর কান্ড। ঠিক তাই। দেখি ছাদের পিছনে অন্ধকারে গিয়ে ওই ওসব ভয় পাওয়ানোর ফন্দি আঁটছে। মালিনী এমনিতেই একটু ভিতু তার উপরে দিবাকরের এরকম কান্ড দেখে বেজায় রেগে গেছে। কিছুতেই শান্ত করা যাচ্ছে না। দিবাকর এবার বৌ এর রাগ ভাঙাতে গান ধরলো

'হয় তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য'। আমরাও সবাই হৈ হৈ করে গলা মেলালাম। আমাদের গানের আসর জমে উঠল। ঐন্দ্রিলা দি ধরল- 'আমার চোখে তো সকলই শোভন সকলই নবীন সকলই বিমল। সুনীল আকাশ শ্যামল কানন, বিষাদ জোছনা কুসুম কোমল'।  সত্যিই তাই এই পরিবেশে কোন গ্লানি কোন দুঃখ আমাদের স্পর্শ করতে পারে না। দেখতে দেখতে রাত বাড়ছে। ঠান্ডা ও বাড়ছে। আগুন একটু কমলেই ঠান্ডা হাওয়া দাঁত নোখ বসিয়ে দিচ্ছে। দেখতে দেখতে আমাদের জ্বালানি কাঠ ও শেষ হয়ে এল। দিবাকর আবার ভুতুড়ে গান শুরু করেছে। সুদীপ ও তার সাথে তাল মিলিয়ে যাচ্ছে। মালিনী এবার রেগে গেলে খন্ড যুদ্ধ বেঁধে যাবে। ওদের ঠান্ডা করার জন্য আজকের রাতের মতো শেষ গান টা আমিই ধরলাম।

'অসদো মা সদ্গময়ঃ । তমসো মা জ্যোতির্গময়ঃ ।
ওম মৃত্যর্মা অমৃতমঃ গময়ঃ । শান্তি শান্তি ওম
শান্তি ওম, শান্তি ওম, শান্তি ওম, হরি ওম… তদসদ ।।

দেখো আলোয় আলো আকাশ
দেখো আকাশ তারায় ভরা
দেখো যাওয়ার পথের পাশে
ছোটে হাওয়া পাগলপারা ।
এত আনন্দ আয়োজন
সবই বৃথা আমায় ছাড়া ।
ভরে থাকুক আমার মুঠো
দুই চোখে থাকুক ধারা
এল সময় রাজার মতন
হল কাজের হিসেব সারা
বলে আয়’রে ছুটে আয়’রে ত্বরা
হে’থা নাইকো মৃত্যু নাইকো জরা ।'

এই গান টা যেন সবার জীবনেরই কথা। দেখি সবার চোখ ভিজে গেছে। নাহ। আর দেরি না। কাল আবার সকাল সকাল বেরিয়ে সত্যজিৎ রায় ফেলুদার আর আমার সেই রঙীন দার্জিলিং যাওয়ার পালা। ঝটপট ডিনার সেরে সোজা কম্বলের মধ্যে। হঠাৎ মন টা খারাপ হয়ে গেল। এই এত সুন্দর জায়গা ছেড়ে আর কিছু ক্ষণের মধ্যে চলে যেতে হবে! এই পাহাড় ঘেরা  পাইন কুয়াশার অজানা ভাষায় বলা কত কথা শোনা যে বাকি থেকে গেল। আধো ঘুমের মধ্যে বাইরের শোঁ শোঁ বাতাসের শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম।

পরদিন ব্রেকফাস্ট সেরে সোজা গাড়ি তে। গন্তব্য দার্জিলিং। টাটা সুমো গাড়ি। ভাড়া সাতশো টাকা। প্রসাং জী খুব করে বললেন আবার আসতে। ওনার আতিথেয়তায় আমরা কিন্তু সত্যিই খুব খুশি। গাড়ি চলল ফেরার রাস্তা ধরে। ঘুম হয়ে দার্জিলিং। আড্ডা গল্পে রাস্তা টুকু দেখতে দেখতে কেটে গেল।

পৌঁছলাম দার্জিলিং। ম্যালের পাশেই আমাদের হোটেল। হেঁটে 2-3 মিনিট। ঠিক হলো লাগেজ রেখে আমরা কেভেনটার্সেই দুপুরের খাওয়া টা সেরে নেব। হোটেল টা কিন্তু এক কথায় চমৎকার। দারুণ রুম, রুম হিটার, গিজার, ঝকঝকে বাথরুম, ইলেকট্রিক কেটলি, ফ্লাস্ক,টি ব্যগ, সুগার, মিল্ক পাউডার সব ঘরে মজুত। আর সব থেকে দারুণ- বড় বড় কাঁচের জানালার পর্দা সকালেই দার্জিলিঙের দারুণ ভিউ। হাত মুখ ধুয়ে চললাম কেভেনটার্সের দিকে। সেই প্রথম দার্জিলিং এ বাবা মার সাথে এসে কেভেনটার্সের হট চকলেটে প্রথম চুমুক এর স্বাদ এখনও মুখে লেগে আছে। এরপর তো বড় হয়ে যতবার ফেলুদা পড়েছি ততবারই কেভেনটার্সের নাম পড়ে হট চকলেটের লোভের ঢোক গিলেছি। আর আজ তো যত এগোচ্ছি তত খিদে পাচ্ছে। মালিনী আর ঐন্দ্রিলা দি ম্যালের দোকান গুলো দেখে শপিং এর প্ল্যান করছে। কিন্তু আমার একটাই লক্ষ্য আপাতত - কেভেনটার্স। টুক করে পৌঁছে সোজা রুফ টপে। মেনু আমার মুখস্থ। অর্ডার দিয়ে দিলাম - আমার আর সুদীপ এর পর্ক প্ল্যাটার, বাকি দের চিকেন। একটা প্ল্যাটারে দুজনের পেট ভরে বেশি হয়। মালিনী আর আমি হট চকোলেট, দিবাকর ব্ল্যাক কফি, সুদীপ আর ঐন্দ্রিলা দি দার্জিলিং টী, সৌমেন দা ক্যাপাচিনো। ব্যস অর্ডার কমপ্লিট। এবার ভালো করে রুফ টপ টা খেয়াল করে দেখি প্রায় সেই এক ই রকম আছে। ওই কোনের টেবিল টায় আমি আর বাবা সন্ধ্যে বেলা এসে হট চকলেট খেয়েছিলাম। বাবাই তো আমাকে প্রথম কেভেনটার্স চেনায়। আজ থেকে প্রায় সে সতেরো বছর আগের কথা। তাও যেন মনে হয় এই তো সেদিন - মায়ের জোর করে পরানো হনুমান টুপি পরে বাবার পাশে বসে হট চকলেট খাচ্ছি। ভাবতে ভাবতে আমাদের প্লেট হাজির। এক মুহুর্ত আর দেরি না। যা সুন্দর গন্ধ বেরোচ্ছে সবাই হুড় মুড়িয়ে খেতে শুরু করলাম। আহা এ স্বাদ ভোলার নয়। কয়েক মিনিটের মধ্যে প্লেট পরিষ্কার। এত কিছু হজম করাও কষ্টকর। বেলা ও ভালো হয়েছে। এবার একটু স্নান করে বিশ্রাম দরকার। লেপচাজগৎ এর ওই ভয়ানক ঠান্ডা কাটিয়ে এসে দার্জিলিঙের ঠান্ডা বেশ আরামদায়ক লাগছে। কেভেনটার্স থেকেই বাড়ির সবার জন্য দার্জিলিং টী নিয়ে নিলাম। ঠিক হলো বিকেলে একটু ম্যালের দিকে এসে শপিং করব। হোটেলে পৌঁছে ভালো করে গরম জলে স্নান করে রুম হিটার চালিয়ে নরম লেপের তলায়। শুতেই আরামে চোখ বুজে এল।

বিকেলে বেরিয়ে কিন্তু হতাশ হলাম। রবিবার যে বেশীরভাগ সব দোকান ই বন্ধ থাকে। অগত্যা কি আর করা - ম্যালের বেঞ্চ গুলো তেই বসে আড্ডা জমালাম। এখনও সেই ম্যালে ঘোড়া নিয়ে সওয়ারি রা দাঁড়িয়ে থাকে, বাচ্চাদের ছুটো ছুটি, রং বেরং এর পোশাকের ভিড়। কিছু জিনিস মনে হয় কখনও পাল্টায় না। সেই একই রকম রঙিন দার্জিলিং একটুও ফ্যাকাসে হয় নি। হাঁটতে হাঁটতে একটু গ্লেনারিস বেকারির দিকে গিয়ে কুকিস আর অ্যাপল পাই এর সদ্ব্যবহার করে ফেললাম। আর রাতে ডিনারের জন্যে মিক্সড চাউমিন নিয়ে নিলাম। ঘরে ফিরে জমাটি আড্ডা। কিন্তু কাল ই যে ফিরতে হবে। ঝপ করে যেন দিন শেষ হয়ে গেল। ঠিক হল আমরা সকালে বেরিয়ে ম্যালে ঘুরে যা শপিং করার করে সোজা এন জে পি চলে যাব। ঘরের জানালা দিয়ে দেখা যাচ্ছে আমার ছোটবেলার উল্টানো আকাশ। মা কে বলা আমার সেই ছোট্ট ছড়ার লাইন গুলো বড্ড মনে পড়ছে -

'দার্জিলিং দার্জিলিং কুয়াশা ঘেরা ঝাপসা দিন '। সেই ছবির পাতা থেকে উঠে আসা আমার প্রথম দেখা কু ঝিক ঝিক টয়ট্রেন।ম্যালে ঘোড়ার পিঠে একা একা চাপা, টাইগার হিলের প্রথম আলোয় কাঞ্চনজঙ্ঘা, বাতাসিয়া লুপ। কোন কিছুই যেন এখানে পুরনো হয় না। আষ্টেপৃষ্ঠে সযত্নে বাঁধিয়ে রাখে স্মৃতি গুলো কে। দার্জিলিং নস্টালজিক।

পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি চারদিকে রোদে ঝলমল করছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডাইনিং হলে ব্রেকফাস্টের জন্য গেলাম। buffet breakfast. হরেক রকম খাবার সাজানো। যার যা পছন্দ। মালিনী কিন্তু কেভেনটার্স কেভেনটার্স করতে লাগল।  ব্রেকফাস্টে সেরে স্নান করে লাগেজ মোটামুটি গুছিয়ে নিলাম। দুপুর বারোটা আমাদের চেক আউট টাইম। এবার একটু ম্যাল আর শপিং পর্ব। দরদাম করে বেশ কিছু শপিং সবাই করে ফেললাম। কতক্ষণ যে টাইম কাটলো খেয়াল ই নেই। ঘড়ির কাঁটা বারোটা ছুঁই ছুঁই। তাড়াতাড়ি হোটেলে ফিরে লাগেজ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। ট্যাক্সি স্ট্যান্ডে একটা গাড়ি ও ঠিক করে নেওয়া হলো এন জি পি যাওয়ার। পাশেই একটা বাঙালি হোটেলে পেট পুরে খেয়ে নিলাম। আর কি!! এবার ফেরার পালা। গাড়ির মাথায় লাগেজ আর গাড়ির ভিতরে আমরা। চললাম এন জি পির দিকে। পেট পুরে ভাত খেয়ে গাড়িতে কিছু ক্ষণ ঘুমিয়েই পড়লাম। ঘুমের ভাঙলো যখন দেখি দুপাশে চা বাগান। সময় কতো তাড়াতাড়ি ফুরিয়ে গেল। কাল থেকে আবার তো সময়ের সাথে পাল্লা দিয়ে ছুট ছুট আর ছুট। তবে ফুসফুস ভরে ছোটার জন্যে অক্সিজেন নিয়ে নিয়েছি বেশ কিছু দিনের জন্য। এই দিয়েই আপাতত কাজ চালাতে হবে। গাড়ি তে আজ সবাই ই বেশ চুপ চাপ। সবার ই মন খারাপ লাগছে। একটু মন ভালো করার জন্য আমি ফোনেই গান চালালাম -

খাদের ধারের রেলিঙটা
সেই দুষ্টু ডোডো সিড়িংটা
আমার শৈশবের দার্জিলিংটা
জানলার কাছে টপকে পেয়ে
ছবি এঁকেছি নিঃশ্বাসে
পাহাড় আঁকা কত সোজা
হারিয়ে গেছে সেই ড্রয়িং খাতা

চারটা ঠোঁটের ভালাবাসা
খুদে চোখে কত আশা
যখন তখন সাদা কুয়াশা
খাদে নেমে প্রথম সিগারেট
সেখান থেকে স্কুলের গেট
দশ মিনিট দৌড়ে নইলে লেট
রোল কল হয়ে গেছে এবার বেত

ঘুম সোনাদা ঘুম পেরিয়ে
একা বেকা রাস্তা ধরে
যখন তখন পৌছে যাওয়া যায়'

আবার যখন তখন দার্জিলিং নিশ্চয়ই আসবো।

দেখতে দেখতে এন জি পি। লাগেজ নিয়ে প্ল্যাটফর্মে। ট্রেন টাইমের তিন ঘণ্টা আগেই চলে এসেছি। বসে বসে গল্প ছাড়া কাজ নেই আর। সুদীপ ই ওর জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার সময় হোস্টেলে লাইফের গল্প বলে আমাদের সবাই কে হাসাতে লাগল, টাইম ও কিন্তু ভালোই এগোচ্ছে। রাতে ডিনারের জন্য IRCTC Food Plaza থেকে বিরিয়ানি নিয়ে নিলাম। আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ও দিয়ে দিল। সবার কোচ আলাদা। অতএব বলা হল কাল শিয়ালদহ নেমে একেবারে দেখা হবে। বিরিয়ানি খেয়ে আমার কিন্তু এক ঘুমে রাত কাবার।

সকালে শিয়ালদহ পৌঁছতেই কিন্তু মন টা বেজায় খারাপ হয়ে গেল। আবার সেই জ্যাম, ধোঁয়া, লাইন, চিৎকার,,, ধুস আর ভালো লাগে না। আমার তো কাঁদো কাঁদো অবস্থা। বাংলার পাঁচের মতো মুখ করে আছি। দুম করে সুদীপ বললো তাড়াতাড়ি হাঁটো। সিনেমা টা যে মিস করব। এখন আবার কিসের সিনেমা? মাথাটা কি খারাপ হয়ে গেল? দেখি পদ্মাবত সিনেমার টিকিট কেটে তিনি হাসছেন। সবাই কে টা টা করে আমরাও আমাদের পথ ধরলাম। বাড়ি পৌঁছেই যে আবার বেরোতে হবে। কানে এল কোথাও একটা গান বাজছে -

শহর জুড়ে যেন প্রেমের মরসুম
আলোতে মাখামাখি আমার এ গ্রীনরুম
কখনও নেমে আসে অচেনা প্যারাসুট
তোমাকে ভালোবেসে আমার এ চিরকুট
শহর জুড়ে যেন প্রেমের মরসুম
আলোতে মাখামাখি আমার এ গ্রীনরুম
কখনও নেমে আসে অচেনা প্যারাসুট
তোমাকে ভালোবেসে আমার এ চিরকুট
কলকাতা, তুমিও হেটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
কলকাতা, তুমিও হেটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
যাবে কি না যাবে আমার সাথে।

এই গানের ই কয়েক টা লাইন তাড়াতাড়ি whatsapp করে সুদীপ কে পাঠালাম -

তবেই তোমার কথা কলকাতা কলকাতা
সব কিছু মেনে নিতে পারি
কেন এ অসম্ভবের, ডেকে আনো আমাকে
ছুয়ে থাকে হাতটাকে, কবিতার ছাদটাকে।

লেপচাজগৎ হোম স্টে - কাঞ্চনকন্যা হোম স্টে(+919564555618, +919593565309)
দার্জিলিং - central nirvana resort

সবশেষে অশেষ ধন্যবাদ Sudip Dibakar @malini @Aindrila di আর  @soumen Da কে। তোমরা না থাকলে বেড়ানো টা এত মজার এত আনন্দের হতো না।

ছবি গুলোর বেশিরভাগ সৌমেন দা তুলেছে।

Monday, 5 February 2018

Chadipur, Panchalingeswar Devkund - চণ্ডীপুর , পঞ্চলিঙ্গেস্বর ও দেবকুন্ড উড়িষ্যা

Ghure elam Chadipur, Panchalingeswar r Devkund.






 Sanibar sakale howrah theke Foloknama dhorlm. 3.30 hours lage balasore. Amader gari bolai chilo. Panchalingeswar e jawar pothe Chadipur beach ta ghure galam. Samudro onek dure chilo. Jai hok Panchalingeswar pouchalam jokhon prai 4 te baje. Je hotel e chilam tar pasei pahar. Chobi te dekhlei bojha jabe. Ek din okhane thaklm r ekdn paser ekta hotel e chilam. Sakuntala Nivas. Khub valo hotel. Ekdm OTDC er panthonivas er ulto dike. Khawadawar quality n taste niye kono tulona hobe na. Ek kothay just osadharon. Ranna kre je lok ta tar name Bhogoban. Eto valo rannar hat ami khub kom dekhechi. Temni valo babohar. Sunday amra galam Devkund. Garite laglo prai 1.30 hrs. Kintu Devkund er 2 km age gari theme jabe. Oi 2 km paaye hete jongoler moddhe diye hatte hobe. Khb thrilling ekta feel hobe tokhon. 2 km giye Devkund lake r waterfalls dekha jabe. Paharer opore mondir. Chobi te dekha jacche. Oi mondire jete gale prai 300 siri bhangte hobe apnake. Sabdhane jete hobe karon sirir dhare kono railing nei r pasei khad. Mondirer pasei r ekta lake ache. Khb valo jaiga. Tarpor amra phirlm bikele. Suryo dublei hotel er okhane sb ondhokar. Baire na beronoi valo. Je kono smy hati r bholluk chole ase pahar theke neme. Amra jawar 3 din ageo hati neme esechilo. Monday galam Pancholingeswar mondir. Total 311 siri. Tobe eta eto kostokor noi. Okhane 2 to boro pathor er majhkhan diye jhornar jol porche. Tar bhetore 5 ta sivlingo ache. Hat diye chute hoi ogulo. Amio chulam. Pujo hocchilo dekhlm. Then back to hotel. Then lunch kre dupurer train dhorlm. Back to kolkata. 2-3 diner jonno ghorar jonno adorsho ekta jaiga. Sakuntola Nivas er malik khb bhodro r omaik. Abar amader aste bollo. Emn ekta jaiga galei mon valo hoye jabe. Eta amar prothom post. Asa kori apnader valo lagbe.





Friday, 2 February 2018

শিলিগুড়ি থেকে দার্জিলিং যাবার অনেকগুলো রাস্তা

শিলিগুড়ি থেকে দার্জিলিং যাবার অনেকগুলো রাস্তা। মানে তুমি যদি গাড়ি নিয়ে যাও তাহলে বাগডোগরা ছাড়িয়ে অনেকদূর পর্যন্ত টয়ট্রেন লাইনের সঙ্গে সঙ্গে গিয়ে ঝপ করে রোহিনীর নতুন হাইরোডের মত রাস্তা দিয়ে ন্যাড়া পাহাড় পেরিয়ে কার্সিয়াং পৌঁছে যাবে।

কার্সিয়াং ট্যুরিস্ট লজে সেই যে মোমো আর কফি খেয়ে গাড়ি স্টার্ট দেবে তারপরেই একা একা গাড়ির স্টিরিওতে কিশোরকুমার গেয়ে উঠবে, মেরে সপনো কি রানী কব...। আর তুমি আঙুলের সিগারেটটা শেষবারের মত টেনে কাঁচ উঠিয়ে দেবে। আহ্ ঠান্ডা...
     আস্তে আস্তে টুং সোনাদা ঘুম পেরিয়ে যেতে যেতে স্টিরিওর কিশোরকুমার অঞ্জন দত্তর গলায় গেয়ে উঠবে,
        জানলার কাঁচে ঠোঁট চেপে
        ছবি এঁকেছি নিশ্বাসের
        পাহাড় আঁকা কত সোজা
        হারিয়ে গ্যাছে সেই ড্রয়িং খাতা।

     অথবা তুমি যেতে পারো সুকনার জঙ্গল আর সেনাছাউনি পেরিয়ে, চা বাগানের পেটের মধ্যে দিয়ে কমলালেবুর গন্ধ নিতে নিতে যে রাস্তাটা মিরিক সুখিয়াপোখরি হয়ে লেপচাজগতের পাশ দিয়ে ঘুমে গিয়ে উঠেছে, সেটা দিয়ে। পাইন কুয়াশা আলোছায়া নিয়ে ২৪ রিলের সিনেমা। তবে বোর তুমি হবে না এটুকু বলতে পারি। জোড়পোখরির উঁচুতে তুমি যখন গাড়িটা থামাবে, তুষার চেঁচিয়ে উঠবে, ওই দ্যাখ সান্দাকফু যাবার রাস্তা। ওই তো চিত্রের সেই চোর্তেন।
     ঘুম পৌঁছতে পৌঁছতে গাড়ির অনেকেই ঘুমিয়ে পড়বে। এই রাস্তাতেই কিন্তু আসলে অঞ্জন দত্তের সাথে তোমার দেখা হবে। বিজনবাড়ির রাস্তাটা যেখানে বাঁদিকে নিচে নেমে গেছে সেই রাস্তা ধরে গীটার কাঁধে উঠে আসবে অঞ্জন, সামনে অল্প ঝুঁকে। গাড়ির ঘুমন্ত মানুষগুলো কেউ জানতেই পারবে না তুমি ভাললাগায় মরে যেতে যেতে অ্যাক্সিলারেট করতে করতে কিভাবে লাডেন-লা রোড পেরিয়ে কেভেন্টার্সের সামনে হাজির হলে।

     আর একটা উপায় সেভক রোড ধরা। মহানন্দার জঙ্গলের বুকচেরা কালো অ্যাসফাল্ট চটচট করতে করতে তুমি হুমড়ি খেয়ে পড়বে তিস্তার কাছে গিয়ে। এ রাস্তায় অনেক প্রলোভন। করোনেশন ব্রীজের কাছে পৌঁছলে সামসিং এর বৃষ্টিভেজা বাংলো তোমায় হাতছানি দেবে। উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। আর একটু এগোলে বাঁদিকের লাটপাঞ্চার পাহাড় থেকে ডাক পাঠাবে টুকাইয়ের নেচার স্টাডি ক্যাম্প। ফাঁদে পা দিলে চলবে না। রম্বি থেকে বাঁদিকে মংপুতে মৈত্রেয়ী দেবীর বাংলোবাড়ি। এখনো তাজা রবি ঠাকুরের গায়ের গন্ধ।
     যাওয়া যাবেনা। তুমি তো ড্রাইভার। কোথায় যাবে ঠিক করার তুমি কে হে! তুমি শুধু ক্লাচ ব্রেক আর অ্যাক্সিলারেটর কনট্রোল করবে।
     তিস্তাবাজার গিয়ে পৌঁছলে তুমি সত্যিকারের ডিলেমায় পড়ে যাবে। তিস্তা পেরিয়ে কালিম্পংয়ে রবীন্দ্রনাথের গৌরীপুর হাউসের মলিনতার নীচেই ভোঁ'র বাড়ি। তোমরা অনেকে আসবে বলে পাশের বাড়ি থেকে অনেক লেপ কম্বল চেয়ে নিয়ে এসে এখন বাজারে গেছে। মাংসের দোকানদারকে বলে মুরগির ছাল ছাড়ানো মাংস কিনতে গেছে। তোমরা তো আবার ছালসহ মাংস খেতে পার না।
     নরম হওয়া চলবে না। আবেগ রাখা চলবে না। সোজা গাড়িটাকে চাকুর মত চালিয়ে দিতে হবে পেশক রোডের খাঁড়া অবাধ্যতায়। বড়জোর রঙ্গিত ভিউ পয়েন্টে দাঁড়িয়ে তুমি ভোঁ'কে একটা মেসেজ পাঠাতে পার, তুই আমার পাহাড়ের পাশপোর্ট।
     খুব দ্রুত চোখটা মুছে নিয়ে আবার ড্রাইভিং সিটে গিয়ে বসতে হবে না! উইন্ডস্ক্রীনের মত তো চোখে কোন ওয়াইপার লাগানো থাকে না। আর ড্রাইভারকে অত মনখারাপবিলাসী হলে চলে না।
     পেশক টি গার্ডেনকে বাঁহাতে রেখে সাতমাইল লামাহাটা হয়ে জোড়বাংলার দিকে এগিয়ে চলে স্বপ্নের গাড়ি। এরাস্তাতেও ঘুম পড়ে। ঘুম আসার আগেই তুমি ছাড়া বাদবাকিরা ঘুমিয়ে পড়ে। তোমাকে তো জেগে থাকতেই হবে ওস্তাদ, তুমি যে স্বপ্নচালক।

     শেষ রাস্তাটা বেরঙীন। এই যতগুলো রাস্তায় তুমি এতক্ষণ গাড়ি চালালে সব সামনে দিয়ে তোমাকে দার্জিলিং নিয়ে যাবে। শেষ রাস্তাটা পেছন দিয়ে। সিকিমের জোরথাং এ সাসপেনশন ব্রীজে রঙ্গিত পেরিয়ে টাকভর টি এস্টেট, পাতলেবাসের জঙ্গল পেরিয়ে নর্থ পয়েন্টে সেন্ট যোসেফের পাশে লেবং কার্ট রোডে ঠেলে উঠবে। এই রাস্তায় আগে সিকিম থেকে লুকিয়ে মদ আসতো। তোমাকেও চোরাই মদবাহকের দ্রুততায় চালিয়ে পার হয়ে আসতে হবে এই নির্জন রাস্তা।

     যে রাস্তা দিয়েই যাও না কেন, দার্জিলিং তোমাকে পৌঁছে দেবেই। তুমি চাইলেও কোলাখাম কি কালুক পৌঁছতে পারবে না।
   All roads lead to Rome.

Sunday, 28 January 2018

FAQs on Ladakh trip লাদাখ ভ্রমণের কিছু প্রশ্নোত্তর

#FAQs__on__Ladakh__trip......ফ্রম এ পাতি বাঙালী :-


লাদাখ ট্রিপের ব্যাপারে আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন জনের নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়। সেই সব বন্ধুদের কথা ভেবেই বেশ কিছুদিন আগে এই বিষয়ে একটা পোস্ট লিখেছিলাম। লেখাটা নাকি অনেককে হেল্প করেছে বলে শুনেছি। জানিনা সত্যিই কতটা হেল্প করেছে, বা আদৌ কোনো হেল্প করেছে কিনা। সেই লেখাটাই এখানে শেয়ার করলাম। পোস্টটা যদি কোনো বন্ধুর কাজে লাগে তাহলে যারপরনাই আনন্দিত বোধ করবো।

যাইহোক, বেশি ভ্যানতাড়া না কষে আসুন এবার মৃলপর্বে যাওয়া যাক।

Q) Which is the best time to visit Ladakh ?

Ans) May to September is the best season, or more precisely, end-May to mid-September.

Q) Which route is better, by land or by air ?

Ans) Depends primarily on your total time period of trip. If you have a tight schedule, then naturally you should adopt the aerial route. But in case you can afford to spend a couple of extra days, then there is nothing better than going to Ladakh by road. The scenic beauty which encompasses the road journey is just an experience of a lifetime.

Moreover, road journey immensely helps in acclimatisation, কারণ এক্ষেত্রে আপনি অনেকটা সময় পাচ্ছেন নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য। অপরদিকে আপনি যখন প্লেনে যাচ্ছেন তখন মাত্র একঘন্টার মধ্যে একটা সম্পূর্ণ অপরিচিত এবং প্রতিকূল আবহাওয়ার জগতে প্রবেশ করছেন, যার ফলে acclimatised হতে বেশি সময় লাগে।

এই প্রসঙ্গে বলে রাখি, Manali-Leh অথবা Srinagar-Kargil-Leh, এই দুটো পথের কোনোটাই কিন্তু সারাবছর খোলা থাকে না। শীতকালে ঘন বরফে রাস্তা ঢেকে যায়, তারপর আবহাওয়া অনুকূল হলে সেই বরফ সরিয়ে আবার route open করা হয়। স্বাভাবিক ভাবেই আগে থেকে বলা সম্ভব নয় কোন বছর কবে পথ খুলবে, তবে "thumb rule" হিসেবে ধরে নিতে পারেন জুনের মাঝামাঝি সময়ের পর থেকে আর কোনো চাপ নেই। যাইহোক, যখনই যান ভালোমতো খোঁজখবর নিয়ে তবে যাবেন।

Q) If I go by road, which route should I take  - Srinagar to Leh or Manali to Leh ?

Ans) If it is a both-way road journey, then the best and ideal plan should be to go by the Srinagar-Kargil-Leh route and return by Leh-Sarchu-Keylong/Jispa-Manali route.
The first route is best for acclimatisation due to gradual ascent, and the second route is best for scenic beauty.

However, if you are planning to go by road and return by flight (from Leh), then it is better to take the Manali - Leh route, just for its unmatched beauty. This is arguably the most scenic highway in India.

তবে এই প্রসঙ্গে একটা ব্যাপার বলে দেওয়া ভালো, সেটা হলো এই যে আপনারা যদি Manali-Leh Route ধরে লাদাখ যান, তাহলে Sarchu-তে night halt না করে Keylong বা Jispa-তে করার চেষ্টা করবেন। Sarchu is notorious for its extremely cold and hostile weather during the night, which is not at all suitable for the un-acclimatised tourists.
ফেরার সময় Sarchu-তে থাকলে খুব একটা প্রবলেম হয় না, কারণ ততদিনে আপনার শরীর অভ্যস্ত হয়ে গেছে। যাওয়ার সময় অনভ্যস্ত শরীরে রিস্ক না নেওয়াই ভালো।

কেউ কেউ Keylong-এর থেকে Jispa-তে রাত কাটানো বেশি prefer করেন সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। পাশ দিয়েই কুলকুল করে বয়ে যাচ্ছে Bhaga নদী, চাঁদনী রাতে অসাধারণ লাগে।

Q) নিজের ব্যবস্থাপনায় যাবো নাকি travel agent এর সাথে যাবো ?

Ans) এটা খুবই গোলমেলে প্রশ্ন। দুটোরই কিছু pros and cons আছে, সুতরাং কি করবেন না করবেন সেটা সম্পূর্ণ আপনার judgement-এর উপর নির্ভর করছে। আমি শুধু pros and cons-গুলো বলে দেওয়ার চেষ্টা করবো।

Pros of going through a tour operator :-

1). In this case you can be mentally assured that each and every untoward incidence, if any, will be taken care of by the tour operator provided it is a good and renowned one. Untoward incidents during Ladakh trip, though not common, are not a rarity neither, so this feeling of mental assurance does bear a significant value to say the least.

Good tour operators generally have a fleet of cars with a separate "Escort Vehicle" which moves in a group. Thus if someone suddenly gets sick due to AMS then emergency attention can safely be assured.
Moreover, in case your vehicle gets suddenly stuck due to some unforeseen issues then they will arrange to shift you in any other vehicle of the fleet. This is a very important thing in a place like Ladakh, where you will travel long distances on barren, desolate roads without having the slightest chance of human assistance within miles.

Now let's come to the cons :-

1). Going through a travel agent will obviously cost you more than a self-arranged trip, given the same hotels and vehicles in both cases.

Apart from that, you won't be able to visit any place of your own interest if it is not included in the travel package. As I said, you will be part of a group (irrespective of shared or exclusive vehicle) which will move in a specific direction.
এমনটা নয় যে সবকটা গাড়ি লাইন ধরে চলবে অথবা গায়ে গায়ে চলবে, কিন্তু গাড়িগুলির মধ্যে এমন একটা দূরত্ব বজায় রাখা হয় যেন দরকার পড়লে কয়েক মিনিটের ভিতর escort vehicle পৌঁছে যেতে পারে। আপনার ইচ্ছে হলে আপনি কোথাও গাড়ি থামিয়ে কয়েক মিনিট ছবি-টবি তুলুন বা ইয়ে করুন......তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ইচ্ছেমতো কোনো diversion নিয়ে দশ-পনেরো কিলোমিটার দূরের কোনো spot ঘুরে নিতে পারবেন না, যদি সেটা itinerary-তে না থাকে।

Thus if you are planning to do a customised itinerary covering off-beat places which are generally not included in a travel package, then you should contact a local tour operator (preferably Leh-based) or speak directly with any experienced driver. This will save cost as well as allow you to cover places of your own choice.

However, if you can afford some extra penny and willing to visit the "must-see" attractions only, then it is advisable to go through any renowned tour operator or tour agent on whom you can safely rely upon.

Q) Should I visit both Pangong Tso and Tsomoriri, or only Pangong ?

এই তো আবার মুশকিলে ফেললেন ! কি বলি বলুন তো ? দুটো লেকই সুন্দর, দুটোরই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, সৌন্দর্য আছে......তবে তুলনামূলকভাবে Pangong is a much more popular tourist destination than Tsomoriri. The later one is less crowded, serene, secluded.......but lacks the glamour of Pangong Lake.  Moreover, Tsomoriri is situated at a higher altitude and even colder than Pangong. The nights of Tsomoriri are said to be among the toughest nights anywhere in Ladakh. যদি আপনার সাথে বয়স্ক বাবা-মা বা শিশু থাকে তাহলে Tsomoriri না যাওয়াই ভালো।

Accommodation in Tsomoriri : Camping is not allowed on the banks of the lake. The only option available for night stay is at camp accommodations in Karzok (or Korzok), which is adjacent to Tsomoriri lake.

এবার ভালো করে ভেবে দেখুন কি করবেন, সেইমতো ছক বানাতে হবে।

Q) Do I need any permit to visit Ladakh ?

Ans) Indian travellers did not need any ILP (Inner Line Permit) after 2014 (তার আগে লাগতো), but since this year (2017), they will need ILP to go to selected places of Ladakh, such as Pangong, Tso-moriri, etc.

Permits are issued from DC Office, Ladakh which is located at the following address :

Tourist Information Centre,
Opposite J&K Bank,
Main Market, Leh.

You need to fill up the required form and submit the application with valid Photo ID proof and fees (per person) @ Rs 400/- plus Rs 20 X no. of days in Ladakh.

জনপ্রতি একটা form, অর্থাৎ যতজন যাচ্ছেন ততগুলো form জমা দিতে হবে। অবশ্য 12 বছরের কম বয়সী শিশুর ক্ষেত্রে কোনো পারমিট লাগবে না। অফিস প্রতিদিন খোলা থাকে (all working days including Saturday) সকাল 9-টা থেকে সন্ধ্যা 7-টা পর্যন্ত।

ইচ্ছে হলে আপনি online application করতে পারেন, তবে এখনও অবধি online টাকা জমা দেওয়ার কোনও ব্যবস্থা হয়নি। অতএব আপনাকে নিজের আবেদনের প্রিন্ট আউট নিয়ে সেই একই অফিসে আবার লাইন দিতে হবে ----- Form, Photo ID এবং টাকা জমা দেওয়ার জন্য। Thus as of now, the online process will merely save the time to fill up the form, nothing else.

অনলাইন লিঙ্কের অ্যাড্রেসটা নিচে দিয়ে দিলাম, যদি চান avail করতে পারেন।

http://lahdclehpermit.in

Q) Is there any upper age limit to visit Ladakh ?

Ans) No.

Q) Do I need any fitness certificate to visit Ladakh ?

Ans) No, you don't have to undergo any official fitness test, nor do you need to carry any fitness cerficate in favour of the same. But it is highly advisable to consult your doctor, tell him/her about your Ladakh trip and get evaluated for your fitness level.
কি ভাবে evaluate করতে হবে সেটা আপনার ডাক্তারবাবু নিশ্চয় জানেন।

Q) What is Acute Mountain Sickness?

Ans) সহজ কথায়, Acute Mountain Sickness বা Acute High Altitude Sickness হলো এক ধরণের আকস্মিক অসুস্থতা, যা কিনা ''দুম করে টঙে চড়লে'' হয়। অর্থাৎ বলা নেই, কওয়া নেই, আপনি কয়েকঘন্টার মধ্যে ইয়া উঁচুতে উঠে গেলেন, এদিকে আপনার শরীর সেই উচ্চতার সাথে sensitised হওয়ার সুযোগই পেল না !  ফলে কি হবে ? আপনার শরীরের কলকব্জা দিশেহারা বোধ করবে। তারা অবাক হয়ে ভাববে - ''এ কি রে ভাই, এ আবার কোথায় এলাম ? আমাদের খাদ্য (অক্সিজেন) হঠাৎ এত কমে গেল কেন ? এত কম খেয়ে আমরা কাজ করবো কি করে ?" যদি তারা এই পরিবর্তিত পরিস্থিতির সাথে adjust করে নিতে পারে তো ভালো, নাহলে তাদের দিশেহারা ভাবটা নানান ভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করবে। সেই বোঝানোর প্রক্রিয়ার প্রকাশ ঘটবে কিছু শারীরিক অসুস্থতার মাধ্যমে, যাকে collectively বলা হয় AMS বা Acute Mountain Sickness.

অনেক কিছুই হতে পারে, তবে প্রধানত যেটা হয় সেটা হচ্ছে মাথা ঝিমঝিম করা বা মাথা ঘোরা, বমিভাব সঙ্গে মাথার যন্ত্রণা, বুক ধড়ফড়, শ্বাসপ্রশ্বাসের গতি দ্রুত হয়ে যাওয়া এবং শ্বাসকষ্ট। অবশ্য শারীরিক অসুস্থতা হবেই এমন কোনো মানে নেই, কিন্তু ওই যে বললাম, আপনার শরীর যদি খুব তাড়াতাড়ি adjust করে না নিতে পারে তাহলেে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকছে। সম্ভাবনা আরো বেশি আমাদের মতো সমতলবাসীর ক্ষেত্রে, কারণ এই ধরণের আবহাওয়ার সঙ্গে আমরা একেবারেই পরিচিত নই।
এমনটা নয় যে বুড়িদের হবে আর ছুঁড়িদের হবে না ! বয়স নির্বিশেষে যে কারোরই হতে পারে, কিন্তু কার হবে আর কার হবে না সেটা আগে থেকে জানা সম্ভব নয়। সেই কারণেই  Srinagar-Kargil-Leh route দিয়ে আসা বেশি ভালো, যেহেতু এই রুটে gradual elevation হয়। অপরদিকে Manali - Leh রুটের slope gradient বেশি, তাই AMS হওয়ার সম্ভাবনাও বেশি। আর সব থেকে বেশি সম্ভাবনা প্লেনে গেলে, কারণ সেখানে আপনার শরীর adjust করার কোনো সুযোগই পাচ্ছে না।

দয়া করে মনে রাখবেন, আমি শুধু ঝুঁকির কথাটা বললাম, কিন্তু তার মানে এই নয় যে এটাই নিয়ম। আবার বলছি, কার AMS হবে আর কার হবে না সেটা আগে থেকে জানা সম্ভব নয়।  অতএব উপায় ? উপায় জানার জন্য পরের প্রশ্নে চলে আসুন।

Q) How to minimise the risks of AMS ?

Ans) এই উত্তরটা কয়েকটা ভাগে ভাগ করে নেওয়া যাক :-

1) Give your body sufficient time for proper acclimatisation -

a). If you are going by air, then spend at least 48 hours in and around Leh before moving to high altitude areas. It is advisable to take complete rest on Day 1, except for visiting local market areas during the evening.
On Day 2, you should do the local sightseeing tour rather than going to Nubra or Pangong.
From Day 3 onwards you are fit for going wherever you like.

b). If you go by road then you are already acclimatised to some extent by the time you reach Leh. However, it is still advisable to spend at least one full day and night in Leh before moving to higher altitudes. Thus in this case too, the local sightseeing tour (Sham Valley tour) should be done first before Nubra valley trip.

2) কোনোরকম তাড়াহুড়ো অথবা লাফঝাঁপ করবেন না। সিঁড়ি দিয়ে ধীরেসুস্থে ওঠানামা করুন, সেটা হোটেলেই হোক বা অন্য কোথাও। কোনো জায়গায় হাঁটতে হাঁটতে যদি হঠাৎ সামান্যতম শ্বাসকষ্ট হয়, তাহলে সঙ্গে সঙ্গে বসে পড়বেন। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর শ্বাসকষ্ট কমে গেলে আবার হাঁটা শুরু করুন।

3) DIAMOX tablet :-

Till date, this is the most useful and widely used medicine to prevent AMS. The standard dose is 250 mg twice daily, which should be started 2-3 days before start of journey and continued till reaching the highest altitude. However, one should consult his/her physician for calculating the exact dose as per body weight.

একটা কমন প্রশ্ন হচ্ছে "Diamox খাবো কি খাবো না।" আমি পেশায় ডাক্তার, এবং ডাক্তারি শাস্ত্র অনুযায়ী বলবো যে রিস্ক না নিয়ে ট্যাবলেটটা খেয়ে নেওয়াই ভালো। যদি side effect-এর কথা জিজ্ঞেস করেন তাহলে বলবো প্রত্যেকটা অ্যালোপ্যাথি ওষুধেরই side-effect আছে, মায় এই মুহুর্তে আপনি যে জেলুসিলটা চুষছেন তারও ! তবে তুলনামূলকভাবে Diamox-এর side-effect কম, সুতরাং আপনার ডাক্তার যদি রাজি থাকেন তাহলে নিশ্চিন্তে খেতে পারেন।

Q) Where to stay in Leh ?

Ans) There are numerous accommodations in Leh, but none of any star category. Broadly speaking, you would find four types of accommodations---budget, standard, deluxe and premium.

Budget accommodation is suitable for the so-called 'backpackers', but not recommended for family trips.....অতএব ওটা বাদের খাতায় রাখুন।

বাকি থাকছে standard, deluxe এবং premium.
Premium category হোটেল বলতে তাদের লাক্সারি একটু বেশি, এবং সেগুলো centrally heated.
আমার ব্যক্তিগত মতামত হলো যে লাদাখ ট্রিপে এই ধরণের হোটেল avoid করাই ভালো, কারণ central heating-এ আপনার থাকাটা আরামদায়ক হবে ঠিকই, কিন্তু বাইরের আবহাওয়ার সাথে যোগসূত্রটা ঠিকমতো থাকবে না। এই যোগসূত্র থাকাটা আমাদের মতো সমতলবাসীর ক্ষেত্রে খুব জরুরী, বিশেষ করে যখন আরো উঁচুর দিকে উঠবেন। Therefore my personal advice is to avoid the centrally heated hotels, even if you are financially affluent enough.

One thing must be kept in mind....Ladakh is not a place for luxury ! যেটা দরকার সেটা হলো একটা পরিস্কার পরিচ্ছন্ন ঘর, আরামদায়ক বিছানা, ভালো কোয়ালিটির কম্বল, ছিমছাম বাথরুম যেখানে 24 hours running hot water supply আছে, এবং ভদ্রস্থ খাওয়াদাওয়া। এর বেশি কিছু খুঁজতে যাবেন না, এটা আমার অভিমত।

বাকি থাকলো standard এবং deluxe category. আপনার বাজেট অনুযায়ী এই দুই ধরনের মধ্যে যে কোনো একটাকে choose করতে পারেন। অনেক হোটেলে রুম হিটারের ব্যবস্থা আছে, আবার কোনো কোনো হোটেল এক্সট্রা চার্জের বিনিময়ে রুম হিটার দেয়। এই ব্যাপারে আমার সাজেশন হলো আদৌ কোনো রুম হিটার ব্যবহার না করা, কারণ বদ্ধ ঘরে রুম হিটার চললে ঘরের oxygen কমে যাবে।

আরেকটা কথা, সম্ভব হলে market-এর কাছাকাছি কোনো হোটেল নেবেন, যাতে আপনার ইচ্ছা হলে একটু মার্কেটে ঘোরাঘুরি করতে পারেন অথবা বাইরে থেকে খেয়ে আসতে পারেন।

Q) What type of clothings do I need for Ladakh trip ?

Ans) Heavy-duty jackets with outer wind-proof layer (যাকে পাতি বাংলায় বলে প্যারাশুট কাপড়ের lining) are ideal for Ladakh trip. If you already have such armoury in your wardrobe then it's fine, but in case you are planning to buy some jackets, etc exclusively for your Ladakh trip, then Columbia, Woodlands or Timberland are good options (bit costly though).

You also need inner thermals, woolen caps (এক্ষেত্রে 'হনুমান টুপি'-র জবাব নেই), gloves and few pair of socks.
মোজা পরে একটানা অনেকক্ষণ করে কাটাতে হবে, অতএব বেশি সংখ্যায় মোজা নিয়ে যাওয়াই ভালো।
কয়েকটা হালকা জামাকাপড় এবং Light woolens নিয়ে যাবেন, কারণ local sightseeing-এর সময় ওগুলো লাগতে পারে, বিশেষ করে দিনটা যদি রৌদ্রজ্জ্বল হয়।

Q) What should be my essential belongings in Ladakh trip ?

1) Plenty of moisturisers, Sunscreen lotion with high SPF, Vaseline/Lip balm, Body lotion/body oil.
2) Sunglasses.
3) Sport shoes or trekking shoes .
4) A good camera, preferably DSLR.
5) Your day-to-day medicines, if any, plus Diamox tablet and some other routine drugs which people generally carry during travels, such as Tab Paracetamol  (for headache/fever/bodyache), tab Domperidone (for nausea/vomiting), ORS and Metrogyl for loose motion, some antacids, etc.

In addition to these, you should take a saline nasal drop (Otrivin-S বা Nasivion-S নামে পাওয়া যায়) for nasal congestion, কারণ লাদাখের আবহাওয়ায় নাক বন্ধ হয়ে যাওয়া খুব কমন ব্যাপার।

Q) What about smoking and drinking in Ladakh ?

Ans) Smoking should be avoided, preferably totally restrained, while you are in Ladakh. ধূমপানের অন্যান্য ক্ষতির কথা বাদ দিয়েই বলছি.....লাদাখের বাতাসে এমনিতেই অক্সিজেন কম, তার মধ্যে ধূমপান করলে ফুসফুসে আরও কম অক্সিজেন ঢুকবে। ফলে it may produce or aggravate respiratory problems.

Their is a common belief that alcohol "warms up" the body in hilly and cold places, but it may produce hazardous results in a place like Ladakh where oxygen concentration is low.......কারণ মদ্যপান করলে শ্বাসপ্রশ্বাসের গতি (respiratory rate) কমে যায়, ফলে যতটা পরিমাণ অক্সিজেন ফুসফুসে ঢোকার কথা তার চেয়ে কম পরিমাণ ঢোকে।

Q) What should be the guidelines of water intake in Ladakh ?

Ans) The maximum limit of fluid intake (water + tea/coffee/cold drinks or other liquids) should not exceed 3 litres per day for an adult.
প্রয়োজনের অতিরিক্ত জল বা জলীয় পদার্থ খাবেন না, কারণ তাতে pulmonary congestion-এর ঝুঁকি বেড়ে যেতে পারে।

Q) How to plan my itinerary for Ladakh trip ?

Ans). গড়পড়তা বাঙালী ভ্রমণকারীর কথা মাথায় রেখে আমি কয়েকটা model itinerary দিলাম, আপনার সুবিধামতন সেটা modify করে নেবেন। সবগুলোই family trip অনুযায়ী তৈরী করেছি। যাঁরা  Biking tour বা Trekking trip বা Cultural tour করবেন তাঁদের জন্য এই itinerary চলবে না।

প্রথম তিনটি মডেলে Tsomoriri lake-কে include করে itinerary বানিয়েছি। আপনার preference অনুযায়ী তাতে number of days বা spots বাড়িয়ে/কমিয়ে edit করে নিতে পারেন। কেউ যদি day trip করেন (to the tso-s) তাহলে প্ল্যানিংটা সেইমতো adjust করে নেবেন। আমি অবশ্য ব্যক্তিগত ভাবে Day trip-এর বিরোধী, কারণ যে লেকগুলো-তে যাবেন তাদের আসল শোভা হচ্ছে ঘন্টায় ঘন্টায় রঙ বদলানো, যেটা day trip-এর সীমিত সময়গন্ডিতে ভালোভাবে উপভোগ করা সম্ভব না। তবে হ্যাঁ, আমি ব্যক্তিগত ভাবে কি চাইছি সেটা বড় কথা নয়, আপনি ব্যক্তিগত ভাবে কি চাইছেন সেটাই বড় কথা .....অতএব সেই মতো ট্যুর প্ল্যান বানিয়ে নেবেন। আমি স্রেফ কয়েকটা খসড়া দিলাম, just for an overall guidance.

N.B :- Though there are direct routes from Nubra to Pangong and Pangong to Tsomoriri, yet I have consciously avoided those routes in all the itineraries, কারণ সেই রাস্তাগুলি আমার হিসাবে "family-friendly route" নয়......এখনও পর্যন্ত ! এই রাস্তাগুলির কোনও নির্ভরযোগ্যতা নেই। দুমদাম landslide হয়ে আটকে যায়, আবার কখনও হয়তো বরফগলা জল জমে যান-চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এমনটা নয় যে সবসময় এরকম হবে, তবে আপনি যখন যাবেন তখন হবে কিনা সেটা কি করে বলবো ? যদি আপনার tour agent আশ্বাস দেয় যে এই পথে কোনো প্রবলেম হবে না সেটা অন্য কথা, কিন্তু ওইভাবে তো আর generalised tour plan বানানো যায় না, তাই না ? সেই জন্য ওই রুটগুলো বাদ দিলাম।

এছাড়া আরো একটা কারণ আছে ওই রুটগুলো avoid করার। আমি আগেই বলেছি যে গড়পড়তা বাঙালীর family trip-কে focus করে এই পোস্টটা লেখা, অতএব প্ল্যানটা এমন হওয়া উচিত যাতে যতদূর সম্ভব comfortable tour হয়, given the conditions of Ladakh.
এই সরাসরি রুটগুলো সে ক্ষেত্রে পরিত্যাজ্য হওয়াই বাঞ্ছনীয়, কারণ staying at places like Pangong, Tso-moriri, Nubra, Turtuk, etc takes a definite toll on the average bong physique, and it's rather an assault to the body if you spend 2-3 nights at a stretch at those places. In such circumstances, coming back to Leh after a night's stay acts as a buffer or shock-absorber to the body. আপনি একটা কষ্টকর জায়গা থেকে একরাত কাটিয়ে Leh-তে ফিরলেন, ভালো করে বিশ্রাম নিলেন, ঘুমোলেন, পরেরদিন স্নান-টান করে একদম ফ্রেশ হয়ে আরেকটা কঠিন জার্নির জন্য প্রস্তুত হলেন------এটা অনেক ভালো। এতে শরীরও বিশ্রাম পায়, ফলে বেড়ানোটাও অনেক উপভোগ্য হয়ে ওঠে।

আমার যেটুকু বলার বললাম, বাকিটা আপনার ব্যাপার। এবার চলে আসুন বেড়ানোর ছকগুলো দেখে নেওয়া যাক।

(A). Model itinerary for both-way road journey :-

Day 1 : Srinagar - Kargil
(Srinagar- Sonmarg -Zozi La – Drass – Kargil)

Day 2 : Kargil - Leh (Via Lamayuru, if possible).
সম্ভব হলে Drass War Memorial এবং Hunderman border village দেখে নেবেন। এই গ্রামটা Kargil থেকে মাত্র 8 (আট) কিলোমিটার দূরে। এখান থেকে পাকিস্তানের দিকটা দেখা যায়।

Day 3 : Local sightseeing at Leh.

Day 4 : Leh – Nubra, overnight at Nubra

Day 5 : Nubra - Leh (visit Diskit Monastery, and if time permits, go to Sumur - Panamik - then back to Leh via Khardung-La)

Day 6 : Leh - Pangong, overnight at Pangong.

Day 7 : Pangong - Leh.

Day 8 : Leh local sightseeing (Monastery tour)

Day 9 : Leh - Tsomoriri via Chumathang, overnight at Karzok.

Day 10 : Tsomoriri - Sarchu
(Tso Moriri – Tso Kar – Debring – Moore Plains)

Day 11 : Sarchu – Manali (Sarchu – Baralacha La – Keylong – Rohtang Pass)

Day 12 : Departure from Manali for return journey.

(B). Model itinerary for inward journey by road and outward journey by flight :-

Day 1 : Manali - Keylong/Jispa, overnight at Keylong/Jispa.

Day 2 : Keylong/Jispa - Leh, overnight at Leh.

Day 3 : Local sightseeing  (Sham Valley tour)

Day 4 : Leh – Nubra, overnight at Nubra

Day 5 : Nubra - Leh (visit Diskit Monastery, and if time permits, go to Sumur - Panamik - Sumur - then back to Leh via Khardung-La)

Day 6 : Leh - Pangong, overnight at Pangong.

Day 7 : Pangong - Leh.

Day 8 : Leh - Tsomoriri via Chumathang, overnight at Karzok (Korzok).

Day 9 : Tso Moriri – Leh (Tsomoriri - Tso Kar – Debring - Taglang La – Upshi – Leh)

Day 10 : Leh local sightseeing (Monastery tour)

Day 11 : Depart from Leh by return flight.

(C). Model itinerary by to-and-fro flight journey :-

Day 1 : Arrive at Leh, full day rest, evening walk at nearby market.

Day 2 : Local sightseeing  (Sham Valley tour)

Day 3 : Leh – Nubra, overnight at Nubra

Day 4 : Nubra - Leh (visit Diskit Monastery, and if time permits, go to Sumur - Panamik - Sumur - then back to Leh via Khardung-La)

Day 5 : Leh - Pangong, overnight at Pangong.

Day 6 : Pangong - Leh.

Day 7 : Leh - Tsomoriri via Chumathang, overnight at Korzok.

Day 8 : Tso Moriri – Leh (Tsomoriri - Tso Kar – Debring – Taglang La – Upshi – Leh)

Day 9 : Leh local sightseeing (Monastery tour)

Day 10 : Depart from Leh by return flight.

(D) Most common itinerary :-

Day 1 : Arrive at Leh by road or flight, take rest.

Day 2 : Local sightseeing  (Sham Valley tour)

Day 3 : Leh – Nubra via Khardung-La, overnight at Nubra

Day 4 : Nubra - Leh via Khardung-La, after visiting Diskit Monastery.

Day 5 : Leh - Pangong via Chang-La, overnight at Pangong.

Day 6 : Pangong - Leh via Chang-La.

Day 7 :  Leh local sightseeing (Monastery tour)

Day 8 : Depart from Leh by flight.

আর কি, এবার তাহলে বেরিয়ে পড়ুন ! Happy Journey.......