Search This Blog

Sunday 25 February 2018

পুরী ভ্রমণ সূচী Puri Tour Guide

পুরী ভ্রমণ সূচী  Puri Tour Guide
========== ===========









অনেকেই বছরে কয়েক বার পুরী যান। তবুও আজ এই সূচীটা দিলাম। দেখুন তো কাজে লাগে কিনা আপনাদের।
দিন ১- এদিন পুরী পউছাচ্ছেন সকালে। একটু বিশ্রাম করে বাজারে ঘোরাঘুরি করে সমুদ্র স্নান করে নিন। দুপুরে খাওয়াদাওয়ার পর বেলা ৩টের সময় কন্ট্রাক্টে অটো নিয়ে ঘুরে নিন জগন্নাথ দেবের মাসী বাড়ি, শঙ্করাচার্জের মঠ (গোবর্ধন মঠ), কুলদানন্দ ব্রমহচারির আশ্রম , বিজয়কৃষ্ণ ব্রমহচারির সমাধি আশ্রম , চন্দন সরোবর (জগন্নাথ দেবের পিসি বাড়ি) ও সোনার গৌরাঙ্গ।
সন্ধ্যায় ফিরে পায়ে হেঁটে ইস্কনের মন্দির ( কাকাতুয়া খাজার দোকানের কাছে) , হরিদাস এর সমাধি আশ্রম( ইস্কনের মন্দির এর বিপরীতে) এবং ভারত সেবাস্রম সঙ্ঘ ও তার মিউজিয়াম। এই সব যায়গায় সন্ধ্যারতি খুব ভালো লাগবে।
দিন ২- সকালে স্নান করে জগন্নাথ দেবের মন্দিরে যান, পুজো দিন, ঘুরে দেখুন মন্দির চত্বর। দুপুরে ফিরে বিশ্রাম। বিকালে রিক্সা/আটো নিয়ে ঘুরে আসুন গম্ভীরা বা শ্রী রাধাকান্ত মঠ (শ্রী চৈতন্য দেব এখানে থাকতেন) এবং সিদ্ধ বকুল । সন্ধ্যাটা সমুদ্রের ধারে কাটিয়ে দিন।
দিন ৩- সকালে কন্ডাক্টেড ট্যুরে চলে যান কোনারক, উদয় গিরি, খন্ড গিরি, ধবল গিরি। লিঙ্গরাজ টেম্পেল ও নন্দন কানন। ফিরতে সন্ধ্যা হয়ে যাবে।
দিন ৪- সকালে অটো নিয় ঘুরে আসুন গৌরবিহার আশ্রম (মাতাজির আশ্রম)। ফিরে সমুদ্র স্নান। বেলে ৩টের সময় বেড়িয়ে ঘুরে আসুন তোতাপুরি আশ্রম (রামকৃষ্ণ দেব এব এর সাথে তপস্যা করতেন) এবং ভার্গবি নদীর মোহোনা।
দিন ৫- সকালে অটো নিয়ে বেড়িয়ে দেখুন লোকনাথ । ফিরে এসে সমুদ্র স্নান করে নিন। বিকালে কেনাকাটা। রাত্রে ফেরার ট্রেন।
* চিল্কা গেলে আরও একদিন বাড়াতে হবে।
--------------------------------
• শুধু পুরী তে দর্শনীয় স্থান গুলি হল-
১। সমুদ্র
২। পুরীর জগন্নাথ মন্দির
৩। জগন্নাথ দেবের মাসী বাড়ি
৪। ইস্কনের মন্দির ( কাকাতুয়া খাজার দোকানের কাছে)
৫। হরিদাস এর সমাধি আশ্রম( ইস্কনের মন্দির এর বিপরীতে)
৬। ভারত সেবাস্রম সঙ্ঘ ও তার মিউজিয়াম
৭। শঙ্করাচার্জের মঠ (গোবর্ধন মঠ)
৮। গম্ভীরা বা শ্রী রাধাকান্ত মঠ (শ্রী চৈতন্য দেব এখানে থাকতেন)
৯। সিদ্ধ বকুল
১০। গৌরবিহার আশ্রম (মাতাজির আশ্রম)
১১। কুলদানন্দ ব্রমহচারির আশ্রম
১২। বিজয়কৃষ্ণ ব্রমহচারির সমাধি আশ্রম
১৩। চন্দন সরোবর (জগন্নাথ দেবের পিসি বাড়ি)
১৪। লোকনাথ
১৫। ভার্গবি নদীর মোহোনা
১৬। সোনার গৌরাঙ্গ
১৭। তোতাপুরি আশ্রম
এ ছাড়াও পুরীর জগন্নাথ মন্দির এর চত্বরে অনেক কিছু দেখার আছে।

No comments:

Post a Comment